(প্রিয় একটি কবিতা) অসংখ্য সবুজ শিমে শিমলতা পাতা ভরে আছে; শিম পাড়ি; মেয়েটিও আছে কাছে কাছে; চার বছরের ছোট মেয়ে; কাঁপছিলো হিমে; আঁচল ফেলেছে ভরে শিমে; জায়গা নেই যে এক তিল; তবু সে বাড়ালো হাত- তারপর থেমে গিয়ে নিজ মনে বললে, 'কেমন নীল- কেমন সুন্দর নীল শিমগুলো- ঐ শিমগুলো, বাবা, গাছেই থাকুক।' নদীর মতন টলমল চোখে তাকালো সে- তারপর মুখ নামিয়ে চলে গেলো- বেলা শেষ হলে শুনলাম ডুবে গেছে পুকুরের জলে। অনেক গভীর রাতে দেখা গেলো জোনাকি পোকার সাথে নক্ষত্রের তলে শিমগুলো খেলা করে শিশিরের জলে; আমাকে দাঁড়াতে দেখে বলে তারা: 'বুঝেছ তো কে এই জোনাকি?' 'চিনেছ? বললে রাতের লক্ষ্মীপাখি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।