আমাদের কথা খুঁজে নিন

   

তরুণদের নেতিবাচক খবরে বয়স্কদের আনন্দ



তরুণদের নেতিবাচক খবরে বয়স্কদের আনন্দ তরুণদের সম্পর্কে নেতিবাচক খবর পড়তে পছন্দ করে বয়স্করা। কেননা এতে তাদের আত্মমর্যাদা বাড়ে। এমনটিই বলা হয়েছে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায়। রয়টার্স। জার্মান গবেষকরা জানান, সমাজকে নেতিবাচক করে বর্ণনা করার প্রবণতা রয়েছে বয়স্কদের মধ্যে।

যদিও তাদের প্রায়ই প্রাজ্ঞ হিসেবে বর্ণনা করা হয়। এমন কী তাদের ধীর ও ভুলোমনের মানুষ হিসেবেও দেখানো হয়ে থাকে। ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির ড. সিলভিয়া নোবেস্নাচ ওয়েস্টারউইক বলেন, 'তারুণ্যপ্রধান সমাজে বসবাসের কারণে তারা নিজেদের প্রতি উঁচু ধারণা পোষণ করে থাকেন। আর সমাজে উচ্চমর্যাদার আসনে থাকার কারণেই হয়তো তরুণদের সম্পর্কে নেতিবাচক খবরকেই প্রাধান্য দিয়ে থাকেন তারা। ' জার্মানির জেপেলিন ইউনিভার্সিটির মাথিয়ান হাস্টলের সঙ্গে যৌথভাবে গবেষণাটি করেন সিলভিয়া।

তারা জার্মানিতে ১৮ থেকে ৩০ বছরের ১৭৮ জন ও ৫৫ থেকে ৬০ বছরের ৯৮ জনসহ মোট ২৭৬ জনের ওপর গবেষণা চালান। 'কমিউনিকেশন' নামের একটি জার্নালে তাদের গবেষণাটি প্রকাশিত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।