কীট
প্রতিটি বাসে এখন এই লেখাটা (মহিলা/শিশু/প্রতিবন্ধী দের জন্য সংরক্ষতি) লেখা থাকে। যাই হোক শিশু / প্রতিবন্ধী না হয় বুঝলাম কারন তারা সত্যিই অক্ষম, কিন্তু সর্বপ্রথম মহিলা কথাটা আমার কাছে মানানসই মনে হলো না। মহিলা রা শিশু / প্রতবন্ধী দের থেকে ও অক্ষম। আর মহিলাদের আলাদা সিট কেন , তারা তো সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করে । কোন খানে গেলে পুরুষ রা সব সময় কষ্ট হলেও সিট বা একটু সহানুভুতি দেখায় , কিন্তু মহিলারা, কখনও দেখেছেন সহানুভুতি তো দুরের থাক, পারলে ভাই গায়ে টাচ করলেন কেন। হায়রে মহিলা মানুষ। তোরা যে কি চাস , আল্লাহই ভালো জানেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।