আমাদের কথা খুঁজে নিন

   

কারেন্টের লগে মেজাজ বিলা হওয়ার সম্পর্ক কি??

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

পাক্কা দুইদিন পার করলেও রাত মাত্র একটা পার করেছি ডিজিটাল বাংলাদেশে। আরেকটা রাত যাই যাই করে আর যেতে চাচ্ছে না। এখন ২ টা ১৭ বাজে রাত পোহাতে আর কত দেরী সেটা জানতে হলে পান্জেরীকে ডাকতে হবে, কারন ভোর হবার লগ্ন এখনো আমার জানা হয় নি। কিন্তু এরই মাঝে মেজাজ আমর বিলা হৈগেছে।

বিলা হবার কারণ ১টাই, বিদ্যুৎ। দেশে আসার আগে থেকেই মানষিক একটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম বিধায় কিন্চিৎ রক্ষা, তা না হলে বিনা প্রস্তুতে এই রণে জয় লাভ করা যে বরই কঠিন। ভাবিয়া স্থির করিয়াছে কাল সকাল থেকে সারাদিনে কতবার তিনি গেলেন আর এলেন সেটা আমার নানিজানই একমাত্র গুনিয়া সঠিক তথ্য দিতে পারিবেন, তাই কাল সকালেই নানি কে এই গুরু দায়িত্ব অর্পিত করিয়া রাতে পোষ্ট দেবার আসায় বসিয়া বসিয়া মশা মারিয়া মারিয়া গুনিতে গুণিতে অপেক্ষা করিব। মেজাজ কেন বিলা হয়। ১) বিদ্যুৎ অসময়ে চলিয়া গেলে আমার অন্যান্য ভাইগন কিছুটা পুর্ব প্রস্তুতি অনুযায়ি এক যোগে সবাই গায়ের গেন্জি খুলিয়া কিছুটা মন তুষ্টি লাভের চেস্টার ইচ্ছা করেন।

কিন্তু আমি ছয় বৎসর পরে বারিতে আসাতে আমার ইহা করিতে কিন্চিৎ লুজ্জা লাগে। ২) কখন যে বিদ্যুত চলিয়া যায় আর কতক্ষন পরেই যে তিনি আসবেন তাহা কেহ নিশ্চিৎ করিয়া বলিতে না পারাতে লেপটপে সর্বক্ষন চার্জ রাখার লাল সংকেত দেয়া হয়েছে, কাজেই যেখানে সেখানে লেপটপ লারালাড়ি করা সম্ভব হচ্ছে না। ৩) এই ধরুন ২ টা ১৭ মিনিটের ঘটনা, তিনি না বলিয়া চলে গেলেন, সবাই নিদ্রায়, মাগার তিনি যাবার সাথে সাথে মনে হয় যেন আমাকে নক করে, চলে যাবার কথা বলে গেলেন, কিন্তু ফিরিয়া আসার ব্যাপারে কিছুই বলিলেন না, মেজাজ তখন চড়মে, নিদ্রা আকাশে উঠার পর লেপটপ স্টার্ট করিলাম, মাশাল্লাহ একমাত্র লেপটপের নূর খানা দেখিয়া এলাকার সমস্ত ফিরিশতারা লাফাইয়া লাফাইয়া কেহ আবার উরিয়া উরিয়া আমার লেপটপের উপর আছরাইয়া আচরাইয়া পরিতে লাগিল। আর মশা মশাইগনও যেন কুমারশানুর লম্বা লম্বা শুর ধরিতে ধরিতে আমার সাথে রাত্রি জাপনের নিয়ত করিলেন। এইভাবে আর কতক্ষন যে আমার ধৈর্য্য থাকবে তাহা ভাবিতে ভাবিতেই মেজাজ বিলা হৈগেচে।

যাক বিলা পর্যন্ততেই ইতি ঘটিল কারণ তিনি ফিরিয়া এসেছেন। আসুন সবাই মিল্লা তিনার জন্য রমযানের এই বর্কতময় মাসে দোয়া করি, তিনি যেন দীর্ঘীজীবি হোন। আর আম্রা সবাই মিল্লা তার দীর্ঘজীবি হবার সমস্ত পথে পানি ঢালি যেন পোষ্টির ঘাটতি দেখা না দেয়। ওয়াইট করেন ওয়াসরুমের বাত্তি খান শাট ডাউন করে আসি। আপনি আপনারটাও সার্চ করে দেখেন কোন লাইত অযথাই জ্বলছে কি না???????


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।