আমাদের কথা খুঁজে নিন

   

শোনো কালো মেয়ে

পাঠশালার ছাত্র এখনো

[এস.এম তুষার'র গান] শোনো কালো মেয়ে...বড় সড়কের ঘন্টা বাজানো বুড়ো মরে গেল শেষরাতে আফ্রিকার পথে পথে হাঁটবে না বুড়ো সায়মন আর বলবে না কোনদিনও উদভ্রান্ত সেই আদিম যুগের কথা...শোনো কালো মেয়ে.. আমি সেই কন্ঠস্বর যা মিশে থাকে ঘনকালো অরণ্যের লতায় পাতায় ঝিলের ওই টোল খাওয়া পানিতে হরিনের মুখ রাখার ভঙ্গীমায় উটের গলার ঘন্টার ধ্বণিতে শোনো কালো মেয়ে..বড় সড়কের ঘন্টা বাজানো বুড়ো... (রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে আবৃত্তি) সভ্যের বর্বর লোভ নগ্ন করল তোমার আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকূল পঙ্কিল হল ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলার বিভৎস কাদার পিন্ড চিরচিহ্ন এঁকে দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে শোনো কালো মেয়ে..শত্রুর বন্দুকের ছায়ায় ছায়ায় বেড়ে ওঠা সন্তান তোমার কন্ঠে খোঁজে কালো নিগারের গান যে গানের সুরে সুরে পাথুরে পাহাড় ভাঙে হেনরীর হাতুরী ভার্জিনিয়ার বুকে আর কাতাঙ্গা প্রদেশে গনহত্যার পর কালো মৃতদেহগুলো জোৎস্নায় স্নান করে...শোনো কালো মেয়ে...।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।