ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো
সেলাই দিদিমনিরা,
চলো গ্রামে ফিরে যাই।
নিজেদের পুকুরে হাস পালন করি।
মুরগি পালন করি।
হাস মুরগির বাচ্চাতে ভরে যাবে আমাদের বাড়ির উঠোন।
একটা গাভী কিনি।
গাভীর দুধ বিক্রি করে নিজেরাও খেতে পারব।
বাছুরটাকে নিয়ে সারাদিন খেলা করবে আমাদের ছেলে মেয়েরা,
আমাদের ছোট ছোট ভাই বোনেরা।
একটা গরু থেকে পাঁচটা গরু হবে।
বাড়ির মজা পুকুরটা নিজেরা পরিস্কার করে মাছ চাষ করি।
পরিবারের সবাই একসাথে থাকতে পারব।
সুখ দুঃখ ভাগাভাগি করতে পারব।
বৃদ্ধ বাবা মায়ের সেবা করতে পারব।
বাড়ির চারদিকে শাক সবজির গাছ লাগাব।
নিজের গাছের শাক নিজেরা খাব।
কিছু সবজি হাটে বিক্রি করব।
একটা সেলাই মেশিন কিনব।
কাজের ফাঁকে ফাঁকে কিছু সেলাই কাজের অর্ডার নিব।
নিজেদের যতটুকু জমি আছে তাতে ধান চাষ করব।
নিজেদের চাল নিজেরা খাব।
ভাত খাব পেট ভরে।
বাড়ির পাশের নদীর ধারে গামছা বিছিয়ে বিশ্রাম নিব।
খুব কী সচ্ছল হতে পেরেছি আমরা গার্মেন্টসে চাকরী করে?
চলো সেলাই দিদিমনিরা,
গার্মেন্টসের গায়ে থুথু ছিটিয়ে আজই আমরা
আমাদের সবুজ শান্ত গ্রামটাতে চলে যাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।