আমাদের কথা খুঁজে নিন

   

শোনো

সকল প্রশংসা মডারেটরদের

শোনো....... বহু শতাব্দী পেরিয়ে গেলো। আমরা বড় হয়ে গেলাম,কলমের কালি ফুরিয়ে এলো, সকালের সূর্যও উঠতে এখন দেরী করে, বিকেলের গোধূলীতে ধুলোর পরিমান আর নেই আগের মতো করে। সে জন্যই কি আমরা কাছাকাছি আসি না? বহু শতাব্দী একদিন এভাবেই পুরোনো হয়ে আসবে। শীতকালের সেই চিঠিগুলো একদিন হবে অসম্ভব রকমের বড় বড় সাহিত্য। মাঝে মাঝে ভাবি.... ধরো- দূরে কোথাও যাচ্ছি জার্নি তে।

বাতাস এসে যখন আমার চুলগুলোতে হাতছানি দিয়ে যায়, ভাবনায় আসে- কিছু অপরিচিত মানুষ তবু যেন কত পরিচিত। উড়ে যায় সাদাকালো মেঘের ফাক দিয়ে কতগুলো পাখির পাল, তাদের বলে দেই,জানিয়ে দিও তাকে.....ভালো আছি। আর এও বলে দিও-এখনো অনেক হিসেব বাকি,যা শেষ করা হয়নি...... কিন্তু মাঝখানের এই সময় গুলো, সেই অক্টোবর ২১ তারিখ তারপর ফেব্রুয়ারি ৮। মাঝখানে চলে গিয়েছে ছত্রিশ বছর, স্বাধীনতা যুদ্ধ শুরু হলো,শেষ হয়ে গেলো তারপর দেশ নতুন করে ভাবতে শুরু করলো। সেখান থেকে অনেকগুলো ভাবনা আমারো জানার অধিকার আছে কিন্তু আমি বন্চিত হয়েছি বারবার।

সেই যুদ্ধের শুরুতে,শেষে এবং এই যে ২০০৮ এ দাড়িয়েও। থাক আজ আর বিদ্রোহ নয়,অন্য কোন দিন...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।