Rajib Roy
পহেলা সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করেছে সামাজিক ব্লগিং সাইট BlogyMate.com ।ব্লগিমেট ডুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক ব্লগিং সাইট,যা তৈরি করেছেন বাংলাদেশী ডেভোলাপার রাজীব রায়।ব্লগিমেটে অন্যান্য সকল ব্লগিং সুবিধার পাশাপাশি ফ্র্যান্ড তৈরি করা এবং ফলো করার সুবিধা রয়েছে।এর API ব্যবহার করে যেকোন ডেভোলাপার তার নিজের ব্লগসাইট তৈরি করতে পারবে।ব্লগিমেটের ক্রমবধ্যমান জনপ্রিয়তা লক্ষ্য করে এক ব্রিটিশ সফটওয়ার কোম্পানী এর ৫০% শেয়ার কিনে নিয়েছে।ব্লগিমেট এখন তার ব্লগিং সুবিধা সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।সাইটটির ঠিকানাঃ www.blogymate.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।