http://sa-sdft.blogspot.com
আমার জন্ম বাংলাদেশে,
কত দেশ ছিল ধরণীর পটে,
কত ভাষা ছিল তল্লাটে তল্লাটে,
তবু আমি এসেছি বাঙালির দেশে।
জাতি-স্বাধীনতার আমেরিকা বা কুংফুর চীন,
লেনিনের রাশিয়া কিংবা রাণীর ইংল্যান্ড
আমার জন্ম হতেও পারত হল্যান্ড!
মসজিদ, মন্দির, গীর্জা যত ধর্মালয়,
কার অনুসারী হব সেইত জন্মের বিস্ময়!
পূর্ব-পুরুষের অজ্ঞতায় আমি কেন হব ক্ষয়?
হতে পারি ধার্মিক, হতে পারি চরমপন্হী
কিংবা শান্তির নীড়!
‘মেরিকায় আগমন হলে হয়ত শাসন করতাম বাঙালির!
আমার ভাষা শিখতে পড়ে যেত ধুম
কার ভাষা শ্রেষ্ঠ? হাহাকার বুমবুম!
সবার ভাষা-বুলি, বিশ্বাস-সংস্কৃতি
সবার কাছেই চির অমলীন!
মানুষের রোগশোকে ঈশ্বরের কি আসে যায়?
রাস্তায় রাস্তায় নিকৃষ্টের মত পড়ে থাকে মানুষ
বিশ্বাস-সংস্কৃতি-ঈশ্বরবিহীন!
রোগমুক্ত হলে তুমি কর হাজার গায়েবী শুক্রিয়া!
গায়েব তবে কি তোমায় যথেষ্ট ভোগায় নি অসুখ দিয়া?
বিপদে প্রভুর নাম জপে অসহায় ধর্মানুসারীগণ
৯৯ অনাদরে পড়ে থাকে; সাহায্য পান কেবল একজন!
যত কর প্রার্থনা, হাত পায়ে তুলে ফেল ছাতা,
দূরীভূত হবে না বৈশ্বিক উষ্ঞতা।
অজ্ঞতার রাজত্বে কুঞ্চিত ধরণী,
ডুবে যায় সকল আলোক তরণী।
সেই অজ্ঞতারে কেউ করলে উপহাস
নির্বাক প্রভু চেয়ে চেয়ে দেখেন,
অকাতরে পড়তে থাকে লাশের পর লাশ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।