আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: গতানুগতিক

http://sa-sdft.blogspot.com

মন, কি যেন চায়! কি যেন খোঁজে! বারে বারে যেন বলে       অপূর্ণ জীবন। কঠিন শ্রমে, ব্যস্ত সময়ে অন্য পাশে সবার আগে যাব তাই হয়েছি ততটাই ধূর্ত। ওপাশে কিছুকাল কাটে। । সবুজ হয় মলিন আমি আরো সবুজ খুঁজি       হাটে হাটে।

আমার আত্ম-নিবেদন নি:শর্ত। হায় মহাজীবন! প্রাণরস পূরণ করতে আমি সর্বব্যর্থ। দুখিনী আমায় ডেকেছিল, চোখ মেলে দেখি নি, সুখিনী আমায় ভুলিয়েছে       নেশায় হয়েছি মত্ত। আমার সময় হয় না       চোখে রঙধনু,             মনের মাঝে সুখময় নৃত্য। চারদিক তখন মগ্ন, প্রকৃতির হাহাকার! কেঁপে কেঁপে সে করে সব চুরমার।

যা গেল পতন, অন্যের উপর যখন, আমি তো থাকবই আয়েশে। সবাই স্বপ্ন দেখে, আমি শুনি, সেইখানে কে? অন্ধকার। অন্ধকার। গম্ভীর হয়ে বলে, “আসবে সময় তোমার”!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.