পানি ও বিদ্যুতের অপচয় রোধে এগিয়ে আসুন!
সামুতে গভীর রাত টাইমটা এমনেই খুব বিপদসংকুল। দিনের বেলায় যে ঘরটা সুন্দর সুন্দর মানুষের মিঠা মিঠা কথায় ভর্তি থাকে, সেইটায় রাতের বেলায় পুরা ভূত প্রেত দত্যি দানোর জায়গা হয়া যায়। গালাগালি মারামারি কাটাকাটিথিকা শুরু কইরা লেটেস্ট স্ক্যান্ডালের ভিডিউ লিংক সবই চলে।
এর সাথে এখন যুগ হইছে সামুর ভূতুড়ে টাইম মেশিন। সামুতে ঢুইকাই হঠাত দেখি হাইতিতে ভূমিকম্প হয়া নাকি লাখ দেড়েক মানুষ মৃত।
হায় হায়-ও কইরা উঠতে পারিনা, সবগুলা পোস্টই কেমন জানি ভূতুড়ে ঠেকে। ভাল কইরা খেয়াল কইরা দেখি, সবই ৬ মাস আগের পোস্ট!! টাইম মেশিন দিয়া ৬ মাস পিছায়া গেছে সামু!
এই টাইম মেশিন প্রায়ই আছর করে। তার উপর মাঝে মাঝেই দেখা যায় কব্বর থিকা মামদোভূত দেবরার পোস্ট আইসা হাজির হইছে প্রথম পাতায়। বুকে ফঁ দেই তখন জোরে জোরে।
যে অবস্থা দেখতেছি, তাতে তো রাতে তাবিজ কবচ ছাড়া সামুতে ঢুকতে বড়ই ভয় হইব।
আছেন নাকি কোন প্রেতসাধক মন্ত্রপুত বাবা, একটা তাবিজ দিবেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।