ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা
ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয় ম্লানস্মৃতি।
সেই সুরের কায়া মোর সাধের সাথি, স্বপ্নের সঙ্গিনী,
তারি আবেশ লাগে মনে বসন্তবিহ্বল বনে॥
দেখি তার বিরহী মূর্তি বেহাগের তানে
সকরুণ নত নয়ানে।
পূর্ণিমা জ্যোৎস্নালোকে মিলে যায়
জাগ্রত কোকিল-কাকলিতে মোর বাঁশির গীতে
রবি ঠাকুর কি করে বলে দেন আমাদের মন এর কথা.
সত্যি আজ খুব ক্লান্ত লাগছে একটু ও ইচ্ছে করছে না কাজ করতে জীবন যেন থমকে আছে একটা জিজ্ঞাসা আমার সামনে আর কত দূর যেতে হবে আমাকে এই এত দূর আসাটাও অনেক এই পারেনা.।কএয়কদিন পরেই ঈদ পবিত্র ঈদ এর শুভেচ্ছা আমার সব ভাই বোন কে।যারা দূরে আছেন তাদের কেও।আমি শুধু বলতে চাই
আমাকে একটি কথা দাও যা আকাশের মতো
সহজ মহৎ বিশাল,
গভীর - সমস্ত ক্লান্ত হতাহত গৃহবলিভুকদের রক্তে
মলিন ইতিহাসের অন্তর ধুয়ে চেনা হাতের মতন:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।