আমাদের কথা খুঁজে নিন

   

যুগান্তরের অনলাইন জরিপ!!

শ্বাস-প্রশ্বাসে আছে স্বাধীনতা, চিন্তায় মানবতা...

যুগান্তরের অনলাইন জরিপ এর ফলাফলও অবান্তর!! বাংলাদেশের কট্টর হলুদ সাংবাদিকতাপন্থী পত্রিকা যুগান্তর আজ এক অনলাইন জরিপ করছে যার প্রশ্ন হল- "অবৈধ এমএলএম ব্যবসায় সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এতে অবৈধ এমএলএম ব্যবসা বন্ধ হবে বলে মনে করেন কি??" -মেজাজটা দারুন পর্যায়ে গরম হয়ে গেল একটি তাজ্জব কান্ড দেখে!! কি কপাল আমার!! হয়তো আরো কয়েক'শ মানুষও বিষয়টি খেয়াল করেছেন!! জরিপ চলাকালীন সময়েই তারা উল্টে দিচ্ছে ফলাফল। আমার নিজের ভোটটি দিতে গেলাম দেখলাম হ্যা এর পক্ষে ভোট পড়েছে ৬০% এর বেশি আর না এর পক্ষে ৩৪.৭% এর মত। যাক খুশি মনেই "হ্যা" তে ক্লিক করে ভোট করতে গেলাম(যদিও জানতাম ঐ ৩৪.৭% "না" এর ৯০ভাগই তাদের সম্পাদক মণ্ডলীর ভোট )......কিন্তু ভোট করার পর ফলাফল দেখে তো আমার চোখ বিশ্বাসই করতে পারলো না!! পুরো ফলাফল উল্টো!! বড়জোর মিনিট খানিক আগে যেই পরিমান "হ্যা" ছিল তার চেয়েও বেশি এখন "না" দেখাচ্ছে...আমার চোখ তা-ই দেখছে!! আরেকটা জিনিসও খেয়াল করলাম একটু পরপর যখন চেক করছিলাম, "মতামত নেই-১০০ জন" ঘন্টার পর ঘন্টা একই দেখাচ্ছে... তার মানে মতামত দিতে অনিচ্ছুক ব্যক্তিরা সকলে সকাল সকাল এসে তাদের পত্রিকার অনলাইন ভার্সন পড়ে চলে গেছে!! এখন মতামত দিতে অনিচ্ছুক এমন কেউ আর নেই!! সবাই হয়তো যুগান্তর এর সম্পাদক এর সাথে কাধে কাধ মিলিয়ে "না" ভোট করছে!! -এমন এক দৈনিক, এমন এক সম্পাদক, এমন তার সাংবাদিকেরা আর এমন তাদের সাংবাদিকতা, যে একটা সামান্য অনলাইন জরিপের সঠিক রেজাল্ট দিতেও তাদের ইজ্জতে লাগে!! লাগবেই তো, বছর জুড়ে তো আর ক্যাচাল করেনি!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.