ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।
বাংলাদেশে রাষ্ট্রদূত বানানো হয় পুরস্কার হিসেবে।
মাঝে মাঝে এটাকে শান্তনা পুরস্কার হিসেবে পার্টির নেতাদেরকে উপহার দেয়া হয়।
সামরিক বাহিনীর লোকদেরকে শান্ত রাখার জন্য রাষ্ট্রদূত বানানো হয়।
কিন্তু পুলিশ বাহিনী থেকে রাষ্ট্রদূত বানানোর কথা আগে কখনো শুনিনি।
কালকের ইত্তেফাকে দেখলাম এই খবর।
উল্লেখ্য যে, বিসিএস- ফরেন সার্ভিসের মাধ্যমে কূটনীতিক তৈরী করা হয় যারা রাষ্ট্রদূত হবার জন্য ধীরে ধীরে প্রস্তুত হয়।
"পুলিশের আইজি ও র্যাবের মহাপরিচালক (ডিজি) পদে পরিবর্তন করা হয়েছে। নতুন আইজিপি হিসেবে র্যাবের ডিজি অতিরিক্ত আইজিপি হাসান মাহমুদ খন্দকারকে নিয়োগ দেয়া হয়েছে।
তিনি আইজি নূর মোহাম্মদের স্থলাভিষিক্ত হলেন। নূর মোহাম্মদকে রাষ্ট্রদূত করা হচ্ছে। র্যাবের নতুন ডিজি হিসাবে দায়িত্ব নিয়েছেন রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মোঃ মোখলেছুর রহমান। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিয়োগ আদেশ জারি করা হয়। আইজি নূর মোহাম্মদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
"
বাংলাদেশের পুলিশের এমনিতেই নানা বদনাম। এবার দেখা যাক কি হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।