আমাদের কথা খুঁজে নিন

   

পল্লবীতে আওয়ামী লীগের ইফতার পার্টিতে ককটেল হামলা, দুজন আহত



রাজধানীর পল্লবীতে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ইফতার পার্টিতে ককটেল হামলা চালানো হয়েছে। এতে মহিলা আওয়ামী লীগের কর্মী লিপি পারভীনসহ দুজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মনির নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্র জানায়, গতকাল ঢাকা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ মিরপুর ১২ নম্বর সেকশনের ডি ব্লকে ঈদগাহ্ মাঠে ইফতার পার্টির আয়োজন করে। ইফতার চলার সময় এক যুবক পর পর দুটি ককটেল ছুড়ে মেরে পালিয়ে যায়।

ককটেল মঞ্চের কাছে বিস্ফোরিত হয়। এতে মহিলা আওয়ামী লীগের কর্মী লিপি পারভীন ও ফরিদা হাসান আহত হন। আহত লিপি পারভীনকে স্থানীয় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেলের আঘাতে তাঁর মুখমণ্ডল জখম হয়েছে। এ সময় ইফতার পার্টিতে অংশ নেওয়া লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাহিদা তারেখ দীপ্তি প্রথম আলোকে বলেন, 'ইফতার চলার সময় মঞ্চ লক্ষ্য করে বোমা ছুড়ে মারা হলেও তা বিস্ফোরিত হয় প্যান্ডেলের মধ্যে। এ সময় আমাদের ইফতার প্রায় শেষ হয়েছে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। ইফতার পার্টিতে স্থানীয় সাংসদ ইলিয়াস মোল্লা ও কামাল আহমেদ মজুমদারসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে মনির নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা করা হয় বলে পুলিশ ধারণা করছে। একজন পুলিশ কর্মকর্তা জানান, আওয়ামী লীগের অন্তদ্বর্ন্ধেরে জের ধরে এ ঘটনা ঘটেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.