আমাদের কথা খুঁজে নিন

   

পল্লবীতে বোমা ও সরঞ্জামসহ আটক ২

রাজধানী মিরপুরের পল্লবীর একটি বাড়ি থেকে আটটি তাজা বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. স্বপন খান (২৪) ও রাজীব হাসান (২৬)। তাঁরা বিএনপি ও যুবদলের কর্মী বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ আজ বুধবার ভোরে পল্লবীর ই-ব্লকের ৭ নম্বর লেনের ২ নম্বর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ আটটি তাজা বোমা উদ্ধার করা হয়। বোমা তৈরির এসব সরঞ্জাম দিয়ে শতাধিক বোমা তৈরি করা সম্ভব বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন দাবি করেন, আটক হওয়া রাজীব যুবদল ও স্বপন বিএনপির রাজনীতি করেন। তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.