আমাদের কথা খুঁজে নিন

   

পল্লবীতে আ. লীগের ইফতার পার্টিতে ককটেল হামলা

ব্লগার পাঠক হিসেবেই বেশী আনন্দে আছি।

জধানীর পল্লবীতে মঙ্গলবার আওয়ামী লীগের ইফতার পার্টিতে ককটেল হামলা হয়েছে। এ ঘটনায় লিপি পারভীন নামের এক কিশোরী ও ফরিদা হাসান নামের একজন মহিলাকর্মী আহত হয় বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মনির নামের এক ব্যক্তিকে আটক করেছে। পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় পল্লবীর ঈদগাহ মাঠে ইফতার পার্টি শেষ হওয়ার পরপর কে বা কারা একটি ককটেল ছুড়ে মারে।

এতে একজন আহত হয়েছেন। আতংক সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা করা হয় বলে পুলিশ ধারণা করছে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাহিদা তারেক দীপ্তি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইফতার চলার সময় মঞ্চের কাছেই পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় আমরা সবাই ইফতার করছিলাম। বোমায় লিপি নামের একজন আহত হন।

তাকে স্থানীয় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ফরিদা নামের আরেকজন আহত হয়েছেন। " দীপ্তি জানান, বিস্ফোরণের সময় ইফতার পার্টিতে প্রধান অতিথি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে ওসি ইকবাল হোসেন বলেন, "এটি বোমা নয়, ককটেল হতে পারে। এতে একজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

আহতের নাম লাকি নয়, লিপি পারভীন। লিপিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। " তিনি আরো জানান, ইফতার পার্টি শেষে প্রতিমন্ত্রী চলে যাওয়ার একটু পরই এ ঘটনা ঘটে। এ সময় অতিথিরা গাড়িতে উঠছিলেন। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ এই ইফতার পার্টির আয়োজন করে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.