আমাদের কথা খুঁজে নিন

   

পল্লবীতে অবাঙ্গালী যুবক খুন: লাশ নিয়ে এলাকায় উত্তেজনা



ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): পল্লবী ১১ নম্বর সেকশন মাদ্রাসা ক্যাম্প এলাকায় বুধবার রাতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সুমন (২৫) নামে এক অবাঙ্গালী যুবক খুন হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। তবে নিহতের লাশ দাফনকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনা। নিহতের ভাই জুম্মন জানান, সুমন পল্লবীর ১১বি মাদ্রাসা বিহারী ক্যাম্পে তার সাথে থাকতো। স্থানীয় কয়েকজন যুবক এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো।

সুমন তাদের এ সব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় যুবকরা তার উপর আগে থেকেই ক্ষুব্ধ ছিল। বুধবার রাতে ২ জন যুবক তাকে ক্যাম্প থেকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। ক্যাম্পের পেছনে ৩ নম্বর লাইনের রাস্তায় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবার আজ বৃহস্পতিবার লাশ দাফন করতে চাইলে পুলিশ বাধা দেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যার ব্যাপারে জুম্মন বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছে। পল্লবী থানার ওসি ইকবাল হোসেন শীর্ষ নিউজ ডটকমকে জানান, আসামিদের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। (শীর্ষ নিউজ ডটকম/এআরটি/এস/১৮.৪৩ ঘ.)


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.