সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবীর কালসিতে এ ঘটনায় জামায়াতকর্মীদের ছোড়া হাতবোমায় এক পুলিশ এবং পালানোর সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক জামায়াতকর্মী আহত হয়েছেন।
সংঘর্ষের সময় কয়েকটি গাড়িও ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা।
“এরপর পুলিশ ধাওয়া দিলে জামায়াতকর্মীরা রাস্তার গাড়ি ভাংচুর শুরু করে। এ সময় পুলিশ বাধ্য হয়ে শটগানের গুলি ছোড়ে। ”
উপ কমিশনার জানান, গুলির পর ছত্রভঙ্গ জামায়াতকর্মীরা দৌঁড়ে পালানোর সময় রাস্তার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে তাদের একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
আহত ওই জামায়াতকর্মীর হাতে দলের ব্যানার ছিল বলে উপ কমিশনার জানান।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেননি তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।