আমাদের কথা খুঁজে নিন

   

দর্পণে দেখিনা মুখ

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

শাফিক আফতাব................... দর্পণে দেখিনা মুখ__ কিংবা দিঘির জলে বড় ঘরকুনো, অথচ বুনো স্বভাবের প্রবল প্রভাব। তোমাকে ভালোবেসে দৃষ্টির ঝাঁঝে বড় স্বচ্ছ করেছি আয়নার মুখ চিরুনির দাড় হয়েছে কৃষকের ব্যবহৃত মই ঘর আর বাহির একাকার__ প্রতিশব্দের মতোন অথচ আজ দেখো__ আমার কোনো দেশ নেই, সমাজ কিংবা পরিবার কাউকে চেনার দায় নেই__ আপন দর্পণেও মুখ দেখিনা।

বড় খাপছাড়া পড়ে থাকি অবসর প্রাপ্ত সরকারি চাকুরে বিস্মৃতির অতলে কত ছবি ভাসে মনের মুকুরে। ২০.০৮.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।