আমি পবিত্র ভালোবাসার কথা বলি,আমি পরিবর্তনের স্বপ্ন দেখি,চাই আনন্দের পৃথিবী।
যারে আজ দর্পণে দেখি সে অচেনা,
সে এক অজানা আগুন্তকের মত।
চোখে তার নিভু নিভু ক্লান্তি,
শব্দগুচ্ছ তাই নির্লিপ্ত ও নগ্ন।
দূরের বিলাসী বকুল একা,
সেও চেয়ে ছিল হতে মালা।
এই শহরে দিগন্ত রেখা বহুদূর,
সময়ের ব্যবধানে হারাচ্ছে তাই সুর।
প্রতি রাত ঘুমে হয় মগ্ন,
সকালে জাগে মিষ্টি সুর্য ,
দর্পণ তাই আলোময়,আর
আলোকিত হয় চোখের দুনিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।