কারবারীর ঘুম হয় না । । সমস্যা কি । ।
সেদিন আকাশে রোদ উঠেছিল
যদিও বেলা শেষে রিমঝিম বৃষ্টি শুনেছি,
দর্পণে আমার মুখটিকে
চির অচেনা মনে হয়,
আমার তিল তিল স্বপ্ন থেকে উত্তোলিত
মোহরূপ কিংবা প্রেমহীনতায়
প্রেম প্রেম খেলা খেলবার তীব্র প্রয়াস,
অনিকেত কিছু ইচ্ছার সমন্বয়ে
যার মুখটি আমি বারবার গড়েছি
এবং ভুল ভেবেছি,
এবং পরে ভুল বুঝেছি।
আমার স্বপ্নের সাকো দিয়ে
তাকে ছুতে পারিনি।
এ কোন সাহিত্য খেলা নয়
এ বিশ্বাসীর ধর্মগ্রন্থ নয়,
এ নেতার নেতৃত্বে অনাস্থাও নয়,
এ পরম অহিংস বাণী-
নীলা তোমায় ভালবাসি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।