jeet_infinite
কি যেন ভাবতে চাইছি , পারছি না..
তোমাকে কি যেন বলা যাচ্ছে না..
না .. তোমাকে আমার কথাটি থেকে বঞ্চিত করছি না..
আসলে , তোমাকে না বললেও তুমি জানো..
কিছু না বললেও তুমি সবই বুঝতে পারো..
হয়তো একেই বলে মানসী..
মন ও মানসে যার বসবাস..
তুমি কিভাবে ছিলে ? কোথায় ?
প্রশ্নটা যেমন সহজ , উত্তরটাও তাই..
রেখেছিলো তোমাকে কেউ..
আমার থেকে আলোকবর্ষ দূরে..
অথবা সময়ের ব্যবধানে..
যখন তোমার আসার দরকার..
তখনই এসেছো তুমি..
আমার মানসী .. আমার মনের দর্পণ..
জানি না .. তোমায় নিয়ে কেন জানি লিখতে পারি না..
সত্যিই নিজেকে অনেক বোকা বোকা লাগে..
তুমি আমার সবচেয়ে বড় প্রাপ্তি .. অথচ..
তুমি আমার কবিতায় নেই..
আমার সুরে নেই , আমার গানে নেই..
হয়তো আমি তোমাকে আমার করে রাখতে চাই..
তাই দেখাতে পারি না তোমাকে সবার সামনে..
আর তোমাকে কি কয়েকটি শব্দে বেঁধে ফেলা যায় ?
আমার সব কথা তো তোমারই কথা..
এই যেমন এই কবিতাটি..
এও তোমারই লেখা..
কেননা .. তোমার কাছেই শেখা..
কবিতা শুধু কষ্টের নয়..
কবিতা মানেই বিরহ-হাহাকার নয়..
কবিতা মানে মনের দর্পণ..
কবিতা মানে মানসী .. কবিতা মানে তুমি..
আমার শব্দচয়নে তুমি নতুন মাত্রা..
আমার অনুভবে তুমি নতুন সুর..
আমার অপেক্ষায় তুমি নতুন আকাঙ্ক্ষা..
তুমি .. আমার প্রথম পাওয়ার কবিতা..
তুমি .. আমার প্রথম ধরে রাখতে চাওয়া..
তাই তোমাকে নিয়েই লেখা আমার..
প্রথম এ কবিতা..
তুমি আমার প্রতিক্ষণে জড়িয়ে থাকা সুখ..
তুমি আমার আঁকড়ে বেঁচে থাকা..
তুমি আমার প্রথম ছেড়ে যাওয়ার ভয়..
তুমি আমার সকাল থেকে রাত..
আবার তুমিই আমার স্বপ্ন দেখতে চাওয়া..
তুমিই আমার ঘুমপাড়ানী গান..
তুমিই আমার হঠাৎ জেগে ওঠা..
তুমি আমার সৃষ্টি-সুখের উল্লাস..
তুমিই আমার স্রষ্টার প্রতি ভালবাসা..
তুমিই আমার একইসাথে পাওয়া এবং দেওয়া..
তোমায় নিয়েই আমার বসবাস..
তোমাকেই আমার খুঁজে ফেরা..
তোমার কাছেই আমার নিজেকে মেলে ধরা..
আবার তোমার মাঝেই নিজেকে খুঁজে পাওয়া..
তোমায় নিয়ে লিখতে আমার ভয়..
তোমাকে কি আমি ঠিকমত দেখাতে পারবো ?
যদি তোমায় নিয়ে লিখতে গিয়ে তোমাকে ছোট করা হয় ?
আমি কি মেনে নিতে পারবো আমার কথায় তোমার অবমাননা ?
আমার ভয় ভেঙেছো তুমি..
আমার প্রতি এত অগাধ বিশ্বাস তোমার..
কিভাবে পারো তুমি ?
কিভাবে পারো আমায় চেনাতে আমার নিজস্ব সত্ত্বাকে ?
তোমায় নিয়ে লেখা মানে তোমার প্রতি আমার অঞ্জলি..
মানসী .. তোমায় আমার প্রথম উপহার..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।