আমাদের কথা খুঁজে নিন

   

মানসী মন

প্রিয়তমা ,এখন বৃষ্টি হবে না আর অনাবাদী মাঠে পড়ন্ত বিকেলের গাঁ ছুয়ে কথা দিলাম , যতোটুকু ভালোবাসায় সংসার গড়ে এর চেয়ে বেশি কিছু চাই না তোমার কাছে । যতোটুকু আদরে মনে শান্তির পরশ আসে এর চেয়ে বেশি কিছু ছোঁব না তোমায় । নাক ,কান ,গলা ....কিছুই ছোঁব না বিষন্নতার প্রহর ,কষ্টের ধনূক ,বাঁকা চাঁদ .... ক্রর হাসি ,নীল পদ্ম ,অমায়িক শুন্যতা .... কিছুই ছোঁব না আমি .... প্রিয়তমা শুধু ছুঁয়ে দেখতে চাই তোমার ওই মানসী মন ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।