মুক্ত চেতনায় বিশ্বাসি। সবার মতকে প্রধান্য দিতে চেশ্টা করি।
ইন্টারনেটে অর্থ আয়ের জন্য ফ্রিল্যান্সিং করা হয় তা সবার জানা আছে। এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে পাশ্ববর্তী দেশসমূহ বছরে কোটি কোটি ডলার আয় করছে। ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের অবস্থানও আশাব্যান্জক।
এক জরিপে দেখা গেছে বর্তমানে ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম। ফ্রিল্যান্সিং এ যে সমস্ত কাজ পাওয়া যায় তার অধিকাংশই ওয়েব ডেভেলপমেন্টের উপর। এই ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য ইংরেজীতে হাজার হাজার টিউটোরিয়াল সাইট থাকলেও বাংলায় এরুপ পূর্নাঙ্গ সাইটের একটা বড় শূন্যতা ছিল। ২৭/৮/১০ তারিখে অবশেষে বহু প্রতিক্ষিত ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট শেখার পূর্নাঙ্গ বাংলা সাইটের উদ্বোধন হল । “এবার ঘরে বসে হোন ডেভেলপার” এই স্লোগান নিয়ে শত শত টিউটোরিয়াল সমৃদ্ধ এই সাইটটি যাত্রা শুরু হয়েছে ।
এইচটিএমএল,সিএসএস,জাভাস্ক্রিপ্ট,এক্সএমএল,পিএইচপি,পিএইচপি ফ্রেমওয়ার্ক,ডেটাবেস,হোস্টিং,ফটোশপ সহ ওয়েব ডেভেলপমেন্টের ভবিষ্যত ইত্যাদি বিষয়ের বিস্তারিত টিউটোরিয়াল দেয়া হয়েছে সাইটটিতে। এছাড়া সাইটিতে রয়েছে একটি পূর্নাঙ্গ বাংলা ফোরাম। কোন টিউটোরিয়াল পড়ে না বুঝলে এই ফোরামে সমস্যার কথা লিখে সমাধান নিতে পারবে যে কেউ। সাইটটির ঠিকানা http://www.webcoachbd.com।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।