আমাদের কথা খুঁজে নিন

   

"শয়তান কাক আর আমি"

কাক । মস্তবড় যন্ত্রণাদায়ক একটা পাখি । শয়তানের দ্বিতীয় রূপ এরা । ওদের সাথে ১০ বছর আগে থেকে আমার দুশমনি শুরু হয়। এখনো আমায় ছাড়ে নি তারা।

আজো সুযোগ বুঝে নোংড়ামি করার পাঁয়তারা করে আমার সাথে । ১০ বছর আগে ক্রিকেটবল আনতে গিয়ে একটা অসুস্হ কাকের সামনে পড়ে যায় আমি । কাকরা মনে করেছিল ঐ অসুস্হ কাকটারে আমি মারতে যাচ্ছিলাম । ঐদিন থেকে ২-৩দিন পর্যন্ত আমার পিছনে লেগেছিল শত শত কাক । যেদিকে যায় সেদিকেই তারা ফলো করত ।

আর শব্দ করত কা কা কা... ... ... উফফ ! অনেক অত্যাচার সহ্য করছিলাম তখন । আজ অবদি তারা আমার সাথে নোংড়ামি করার চেষ্টা করে । এখনো শয়তানগুলাকে দেখা মাত্র অনেক সাবধানে পা ফেলে চলতে হয় আমার । আর মনে মনে আওড়ায় : "দূর হ হতচ্ছাড়া শয়তান, গজব পড়ুক তোদের চৌদ্দগুষ্টির উপর । " ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।