লেট দেয়ার বি লাইট
খেয়েদেয়ে ঘুম দিলাম । হঠাৎ কার জানি ডাকা ডাকি তে ঘুম ভেঙ্গে গেলো। আমি ঘুমের মধ্যে বললাম, "যাও বাবা যন্ত্রনা দিও না"। সে বললো , " হে বান্দা আমি শয়তান উঠো, তোমাকে কিছু কাজ করতে হবে".।"তুমি যেই হও বিরক্ত কারো না", আমি বললাম । তারপর হঠাৎ আমার শরীর গরম হতে থাকলো। আমি না উঠে পারলাম না . চোখ কচলাতে কচলাতে বললাম কি কাজ শয়তান ভাই , একটু জলদি বলেন. "আমার বন্দনা কারো আমি তোমাকে পুরুস্কৃত করবো" শয়তান। আমি ভালো করে চোখ মেলে তাকালাম . দেখলাম আগুন মুখ একটা জন্তু. ভয়ে আমার শরীর শিরশির করে উঠলো. প্রচন্ড ভায়ে আমি বললাম "হায় ঈশ্বর !" সঙ্গে সঙ্গে কাজ ঈশ্বর আমাক বাচানোর জন্যে উপস্থিত হলো. শরীরের গরম কমে যেতে থাকলো. এবং আমি স্বর্গীয় শক্তি অনুভব করলাম. শয়তানের সাথে আমার যুদ্ধ শুরু হলো . ডিসুম ডিসুম. আআআআআ. পারলাম না, আমি পারলাম না।শয়তানের আমাক কুপোকাত করলো. তার অগুনে শরীর জ্বলছে. এবং সে আমাকে ঠেলা মেরে জলন্ত কুপে ছুরে মারলো . আমি চিৎকার করলাম . বাচাওওওওও . হঠাৎ বাবা ডাকছে, " এই শয়তান উঠ. পরে পরে কত ঘুমাবি, সকল ১০ টা বাজে । " উঠে দেখলাম কারেন্ট নাই , শরীর ঘামে ভিজা................ আমি বললাম , "হায় ঈশ্বর!"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।