আমাদের কথা খুঁজে নিন

   

এবার সিম্পসনস কার্টুনে ড. ইউনুস!

.....কথামালা (২০০৮-২০১০)।।
মাইক্রো ক্রেডিট সিস্টেম দিয়ে কি করে ড. ইউনুস কাজ করেন তাই নিয়ে পর্ব প্রচারিত হবে সিম্পসনস কার্টুনে আগামী অক্টোবারে। এই কার্টুনে ড. ইউনুস ছোট্ট মেয়ে লিসার সাথে কথা বলবেন। ইতিমধ্যে এর ভয়েস রের্কডিংও সম্পন্ন। (লিসার কন্ঠ যিনি দেবেন (ইয়ার্ডলে ), ড. ইউনুস ও লিসা) নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের দ্বারা (যদিও তিনি নোবেল পেয়েছেন শান্তিতে, যেটি আবার ইসরাইলের রাষ্ট্রপতিও পায়!) বিলিয়ন ডলারের মাইক্রো ক্রেডিট ব্যবসা ও নোবেল মিললেও- বাংলাদেশের হত দরিদ্র জনগোষ্ঠির ভাগ্যের কতটুকু পরিবর্তন হয়েছে তা প্রশ্ন সাপেক্ষ। তবু বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমেরিকার বিখ্যাত সিম্পসন কার্টুনে (যেখানে কখনও কখনও বিল গেইটস, স্টিফেন হকিং কিংবা মাইকেল জ্যাকসনও কন্ঠ দিয়ে অভিনয় করেছেন!) তাঁর কন্ঠটি শুনতে কেমন লাগবে? তাই ভাবছি। বিবিসি তে এই নিয়ে বিস্তারিত পড়তে পারেনঃ http://www.bbc.co.uk/news/world-south-asia-10771300 ছোট একটু বিজ্ঞপন বিরতি- এবার বাংলায় শিখি প্রোগ্রামিং.. ও একটি মামুর বাড়ীর আবদার- এট্টু খরচ করে নাটক বানান না রে ভাই.. লিসার সাথে মাইকেল জ্যাকসনের অসাধারন গানটি যারা শুনেননি তাদের জন্যঃ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.