আমাদের কথা খুঁজে নিন

   

নাসিমের চলে যাওয়া আর রেখে যাওয়া কতগুলো প্রশ্ন



চাপাইনবাবগজ্ঞের চকনরেন্দ্র গ্রামের শিহ্মক বাবার সন্তান নাসিরুল্লাহ নাসিম, ছোটবেলা থেকেই ছিলেন প্রচন্ড মেধাবী তাইতো এস.এস.সি. এইচ এস সি. তে আশানরূপ রেজাল্টের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ক্যামপাসে শুরু থেকেই শান্ত ভদ্র হিসাবে সকলের নিকট ছিলেন পরিচিত ফলে অল্পদিনেই সহপাঠী শিহ্মকসহ সবার প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। প্রচন্ড মেধাবী ছিলেন তাইতো ইতিহাস বিভাগে শুরু থেকেই ছিলেন মেধা তালিকার উপেরর দিকে টার্গেট ছিল শিহ্মক হয়ে দেশের সেবা করবেন। প্রকৃত রাজনীতিবীদরাই পারেন দেশকে প্রগতির দিকে এগিয়ে নিতে হযতোবা সেজন্যই মুজীবিয় আদর্শে উদ্দীপ্ত হয়ে যোগ দিয়েছিলেন বাঙলাদেশ ছাত্রলীগে। পড়াশুনার পাশাপাশি সহপাঠীদের সাথে আড্ডা আর রাজনীতি করে দিনগুলো সুখে শান্তিতে ভালই কটছিল নাসিমের অন্য সহপাঠীদের মত ।

কিন্তু বিধাতা মনে হয় মানুষের শান্তি পছন্দ করেন না , তাইতো ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন ছাত্রলীগ নামধারী ‍‍‌”কুলাঙ্গার” ছাত্রদের সাথে ইফতারে খবারের টোকন সংগ্রহকে কেন্দ্র করে সামান্য কথাকাটাকাটির জের ধরে ইতিহাস বিভাগের সম্মান শেষ বষের্র ছাত্র নাসিমকে ছাত্রলীগ নামধারী ক্যাডাররা মধ্যযুগীয় কায়দায় রড হাতুড়ি রামদা সহ ধারালো অস্ত্র দিয়ে জখম করেই হ্মান্ত না হয়ে তার মৃত্যু নিশ্চিত করতে হলের ছাদ থেকে ফেলে দেয় নিচে । তারপর টানা ৯ দিন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়াই করে ২৪ আগস্ট সানি আবু বকর মেহেদী ফারুকের মত মৃত্যুর নিকটই হার মানতে হয় নাসিমকে আর সহপাটী শিহ্মক প্রিয়জনদের কাদিয়ে অকালেই প্রিয় ক্যাম্পাস ছেড়ে পাড়ি দিতে হয় বহুদূরের পথ। শিহ্মক বাবা যে সন্তানকে সারা জীবন কষ্ঠ করে মানুষ করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন আর যাকে নিয়ে তিল তিল করে স্বপ্ন বুনেছিলেন হয়তো কোলের সন্তান কোন একদিন হয়ে উঠবে দেশের সুনাগরিক। সেই সুন্দর স্বপ্ন যে অকালেই মাটি হয়ে যাবে সেটা তিনি কি ক অহ্মরে ভাবতে পেরেছিলেন ? নাসিমের পিতা কি কোনদিন চিন্তা করতে পেরেছিলেন যে নিজের সন্তানকে নিজ হতেই কবর দিতে হবে ? এসব প্রশ্নের কি কোন সদউত্তর দিতে পারবেন রাষ্টের তথাকথিত কর্তাব্যাক্তিরা। আর কত মেধাবীদেররক্তে রংয়িত হবে দেশের শিহ্মাঙ্গন।

ঢাবি, রাবি, জাবি, চবি সহ সবোর্চ্চ শিহ্মাপীঠগুলোতে উচ্চ শিহ্মায় শিহ্মিত হতে এসে আর কত আবু বকর ,ফারুক কিংবা নাসিমদের মত মেধীদের লাশ হয়ে ফিরতে হবে বাড়ীতে?আর কত লাশ হসপাতালের মর্গে জমা হলে শান্ত হবে অস্হিতিশীল শিহ্মাঙ্গন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.