'আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারি কর্মকর্তারা আমাদের আদেশ না মানলে কপালে দুঃখ আছে- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের এ বক্তব্যকে রাষ্ট্রদ্রোহী ও বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি অভিযোগ করে বলেন, নাসিমের এ বক্তব্যের মধ্য দিয়ে তাদের মনের অন্তর্নিহিত সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে। তারা যে একদলীয় নির্বাচন করার পাঁয়তারা করছেন তার বক্তব্যে সেটা প্রমাণিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিমের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, সরকার যখন সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতা হারানোর আতঙ্কে থাকে তখনই এধরনের সিদ্ধান্ত নেয়। আর মোহাম্মদ নাসিমের বক্তব্য সেটাই প্রমাণ করে। পৃথিবীর কোন সভ্য দেশে সরকারি কর্মকর্তাদের এ ধরনের নির্দেশ দেয়া হয় কিনা আমার জানা নেই।
সংবাদ সম্মেলনে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহদপ্তর সম্পপাদক আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।