কমরেড সিরাজ সিকদার। তোমাকে বড্ড মনে পড়ে। একটি সদ্য স্বাধীন দেশে দুর্নীতির বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে তুমি ঝাপিয়ে পড়েছিলো, তোমার অনুসারীরা সংখ্যায় তেমন ছিলো না, তারপরও শাসক শ্রেণীর তল্পী কেঁপে উঠেছিলো। তারা নিজেদের গদি রক্ষায় তোমাকে হত্যার দ্রুত প্রয়োজন বোধ করে ছিলো। পুলিশ বাহিনী দিয়ে তোমাকে হত্যা করে সংসদে দাড়িয়ে তৎকালীন শাসক গর্ব করে বলেছিলো কোথায় আজ সিরাজ সিকদার। কমরেড তুমি শুনে রাখ, তোমার হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে, তুমি সৎ ছিলে, ইতিহাস তোমাকে ঠকাবে না। এ রােস্ট্র কখনোই গণতান্ত্রিক কিছু হবে না, এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত নেই, এখানে সংবিধান নামক কিছু এখনও নেই; এখানে আছে কিছু শকুন আর শৃগালের উৎপাত। কমরেড় তুমি শিখিয়েছিলে কিভাবে শকুন আর শৃগালকে শায়েস্তা করতে হয়। আমরা আছি, তোমার ইচ্ছে পুরনে...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।