বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
তাকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান নিশ্চিত করেছেন।
বিএনপি কর্মীরা জানান, সাংসদ বুলু নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয় থেকে বের হওয়ার পরপরই পুলিশ তাকে ঘিরে ফেলে। এরপর তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর পাশেই বসা ছিলেন বুলু। এই সংবাদ সম্মেলন থেকে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা আসে।
গত ২২ এ্রপ্রিল উচ্চ আদালতের জামিনে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বরকত উল্লাহ বুলু।
ভাংচুর ও বোমা বিস্ফোরণের মামলায় গত ৯ এপ্রিল ঢাকায় আদালতে হজিরা দিতে গেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭ শীর্ষ নেতাকে কারাগারে পাঠান বিচারক। ওই সাতজনের মধ্যে বুলুও ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।