আমাদের কথা খুঁজে নিন

   

মহাসেন: নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন খালেদা

বুধবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু খালেদা জিয়ার এই আহ্বানের কথা জানান।
তিনি বলেন, “প্রবল ঘূণিঝড় ‘মহাসেন’ ক্রমশ উপকূলের দিকে প্রবল বেগে ধাবিত হচ্ছে। যে কোনো সময় আঘাত হানতে পারে। আঘাত হানলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। এজন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বিএনপি ও তার সব অঙ্গসংগঠন ও জোটের সব পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে উপকূলবর্তী মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ ও সাহায্য সহযোগিতার জন্য এখন থেকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।”
ইতোমধ্যে ঘূর্ণিঝড় ‘মহাসেনের’ কারণে হরতাল ডাকার কয়েকঘণ্টার মধ্যে রোববারের হরতাল প্রত্যাহার করে নিয়েছে ১৮ দলীয় জোট।
এদিকে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একটি মনিটরিং সেল খুলেছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল থেকে এটি কাজ শুরু করবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।