আমাদের কথা খুঁজে নিন

   

সাঁথিয়ায় বিএনপির দুই গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি

পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম মিয়াপুর স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির দুই গ্রুপ একই সময়ে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ধারা জারি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, উপজেলার বনগ্রাম মিয়াপুর স্কুল এন্ড কলেজ মাঠে সাথিয়া উপজেলা বিএনপির সভাপতি খন্দকার মাহবুব মোর্শেদ জ্যোতি ও সাধারণ সম্পাদক শামসুর রহমানের দুই গ্রুপ একই সময়ে সভা আহ্বান করায় চরম উত্তেজনা দেখা দেয়। যে কোনো মুহূর্তে সংঘর্ষেও আশঙ্কায় সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ওই কলেজ মাঠ ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পাবনা জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের মধ্যে চরম বিরোধ চলে আসছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.