আমাদের কথা খুঁজে নিন

   

সাঁথিয়ায় সাম্প্রদায়িক হামলা: ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

এর আগে আদালতের জারি করা রুলের পর পুলিশের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

এ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারকে তিন সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। 

সাঁথিয়ার বনগ্রাম বাজারের পাশের গ্রামে দশম শ্রেণির ছাত্র রাজীব সাহার ফেইসবুক পাতায় নবীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে গত ১ নভেম্বর রাতে  ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরদিন রাজীবের বাড়িতে ভাংচুরের পর আগুন ধরিয়ে দেয়া হয়। বনগ্রাম বাজারে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ও দোকানও ভাংচুরের শিকার হয়।

এরপর ৩ নভেম্বর দুই আইনজীবী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনলে এই বেঞ্চ দোষীদের গ্রেপ্তার এবং ঘটনাস্থলের নিরাপত্তা বিধানের জন্য দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, ক্ষয়- ক্ষতির পরিমাণ নির্ণয় ও ফেইসবুকে ওই পোস্টদাতাকে চিহ্নিত করার নির্দেশ দেয়।

ওই নির্দেশনা অনুসারে অনুসন্ধান ও ক্ষতি নিরূপণের জন্য একটি কমিটি করা হয়, যার প্রতিবেদন রোববার আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

তিনি পরে জানান, প্রতিবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবার, ২৯টি বসতঘর, ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান, ছয়টি পারিবারিক মন্দির ও একটি বারোয়ারি মন্দিরে এই ক্ষতিপূরণ দিতে হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.