আমাদের কথা খুঁজে নিন

   

সাঁথিয়ায় ক্ষতিগ্রস্ত হিন্দুদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারে হিন্দু পরিবারের ওপর আক্রমণ ও ভাঙচুরের ঘটনায় নির্ধারিত ক্ষতিপূরণ তিন সপ্তাহের মধ্যে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।গত ৩ নভেম্বর এ ঘটনা নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতে তুলে ধরেন আইনজীবী সুব্রত চৌধুরী ও এ এম আমিন উদ্দিন। সেই প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদেশের পাশাপাশি রুলও জারি করেন আদালত।ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে ফেসবুকে ওই মন্তব্য কে পোস্ট করেছে, তাকে চিহ্নিত করতে ব্যবস্থা নিতে পুলিশপ্রধানকে নির্দেশ দেয়া হয়। এ ছাড়া ওই ঘটনায় ক্ষতির পরিমাণ নিরূপণ করতেও বলা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.