আমাদের কথা খুঁজে নিন

   

সাঁথিয়ায় নিজামীকে বয়কট:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

সাঁথিয়ায় স্থানীয় প্রতিনিধিরা নিজামীর সভা বয়কট করেছে। অভিযোগ শিল্পমন্ত্রী নিজামী স্থানীয় প্রতিনিধিদেরকে উন্নয়ন কাজে সমপৃক্ত করেন না,সম্পৃক্ত করেন শুধু তার নিজের দলের লোকদের। যারা সৎ লোকের শাসন কায়েম করবেন বলে মুখে ফেনা তুলেন তাদের গণতন্ত্র চর্চার এই নমুনায় আশ্চর্য হওয়ার কিছু নেই। যুগান্তর জুনের 25 তারিখের প্রতিবেদনে বলা হয়, "জেলার সাঁথিয়ায় শিল্পমন্ত্রী ও জামায়াত আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর সভা বয়কট করেন পৌর চেয়ারম্যানসহ 10 ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় জোটের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঝুঁকি হ্রাস প্রকল্পের আওতায় দুস্থদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী মতিউর রহমান নিজামী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে সভা শুরু হওয়ার 10 মিনিট আগে চেয়ারম্যানরা জানান, গত পৌনে 5 বছরে সাঁথিয়ার বিভিন্ন স্থানে বিশেষ করে নিজ এলাকায় কাবিখা, কাবিটা, টিআরসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজে চেয়ারম্যানদের বাদ দিয়ে জামায়াত নেতাকমর্ীদের দিয়ে কাজ করানো হয়। জোট সরকারের বাকি 3 মাসে ওরা নিজামীর সভায় আর যাবেন না। এই বলে তারা মন্ত্রী আসার আগেই সভা ত্যাগ করেন। পরে সভাস্থলে মন্ত্রী এলে স্থানীয় জামায়াত আমীর তাদের সভায় আসার অনুরোধ করলেও তারা আসেননি।

নিজামীর সভা যারা বয়কট করেন তাদের মধ্যে কাশিনাথপুর ইউপি চেয়ারম্যান বিএনপি সেক্রেটারি ইদ্রিস আলী মুনসী, ধোপাদহ ইউপি চেয়ারম্যান ও জাপার (এ)আহ্বায়ক কুদ্দুস আলী, পৌর চেয়ারম্যান সিরাজুল ইসলাম উল্লেখযোগ্য"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.