পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের অফিস দখল পাল্টা দখলকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। উপজেলা সদরে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জাতীয় ৪ নেতার ছবি ভাঙচুরের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। সাঁথিয়া থানার ওসি সাহিদ মাহমুদ খান জানান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ তার দলবল নিয়ে গতকাল বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করে।
এ সময় তার লোকজন বঙ্গবন্ধুর ছবিসহ ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। এ সংবাদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সমর্থিত লোকজন শুনতে পেয়ে অফিসে গিয়ে তারা আবার পুনরায় ওই অফিস দখলে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। এক পক্ষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও অপর পক্ষে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ নেতৃত্ব দিচ্ছেন।
সাবেক তথ্যপ্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ স্থানীয় সাংবাদিকদের জানান, আমার বাড়িতে বিনা ভাড়ায় দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের চলে যেতে বললেও তারা না যাওয়ায় আমি আমার বাড়িটি দখল নেওয়ার চেষ্টা করি। এখন প্রশাসনের লোকজনের সহায়তায় এলাকার সন্ত্রাসীরা আমার বাড়ি থেকে আমাকেই চলে যেতে বলছে, আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বঙ্গবন্ধুর ছবিসহ সেখানে ভাঙচুরের প্রশ্নই ওঠে না। এদিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, অধ্যাপক আবু সাইয়িদের নেতৃত্বে কতিপয় লোকজন অবৈধভাবে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে দখল নিতে যায়, এ সময় আমরা খবর পেয়ে প্রশাসনের সহায়তায় অফিস রক্ষা করেছি।
আওয়ামী লীগের অফিস দখল পাল্টা দখলকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে বলেও ওসি জানান। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন বলেও জানান তিনি। পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি দাবি করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।