গোলাম আযমের যুদ্ধাপরাধের বিচারকে ‘ত্রুটিপূর্ণ’ এবং বিচারকদের ‘পক্ষপাতদুষ্ট’ বলায় যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংস্থার বিরুদ্ধে মঙ্গলবার আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয়া হয়।
ট্রাইব্যুনাল আইনের ১১ এর ৪ ধারায় কেন এইচআরডব্লিউর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে আদেশ চাওয়া হয়েছে প্রসিকিউশনের আবেদনে।
ট্রাইব্যুনালের বিচারকদের প্রশ্নবিদ্ধ করতেই ‘উদ্দেশ্যমূলকভাবে’ এ ধরনের ‘পক্ষপাতদুষ্ট, বানোয়াট ও ভিত্তিহীন’ বিবৃতি দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রসিকিউশনের আবেদনে।
বাংলাদেশ সফররত কংগ্রেসম্যান সেনডের লেভিনকে নিয়ে বুধবার যুক্তরাষ্ট্র দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মজিনা বলেন, এইচআডব্লিউ একটি বিখ্যাত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
“তাদের অনেক জটিল দায়িত্ব পালন করতে হয়।
”
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং তা বাস্তবায়নে নেতৃত্ব দেয়ায় গত ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ে বলা হয়, অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য হলেও বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় গোলাম আযমকে ওই সাজা দেয়া হয়েছে।
আদালতের ওই রায় নিয়ে প্রশ্ন তুলে গত ১৭ অগাস্ট একটি বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ, যাতে পাঁচটি অভিযোগও তুলে ধরে তারা।
বিবৃতিতে বলা হয়, গোলাম আযমের রায় দেয়ার আগে ট্রাইব্যুনাল নিজস্ব উদ্যোগে তদন্ত চালানোর যে কথা জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তা পারে না। এ মামলায় সংশ্লিষ্ট বিচারক ও প্রসিকিউটররা পক্ষপাতদুষ্ট ছিলেন এবং সমঝোতার ভিত্তিতে রায় দিয়েছেন।
আসামিপক্ষের সাক্ষীদের সুরক্ষা দিতে ট্রাইব্যুনাল ব্যর্থ হয়েছে এবং বিচারক প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে।
গোলাম আযমের রায়ে তাকে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে তথ্যপ্রমাণের অভাব ছিল বলেও এইচআরডব্লিউ মনে করে।
সংস্থাটির বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগে এইচআরডব্লিউ পর্ষদ, সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস ও অ্যাসোসিয়েট স্টর্ম টিভকে বিবাদী করেছে প্রসিকিউশন।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে কোনো কথা না বললেও সাভারে ভবন ধসে হতাহতের ঘটনা এবং বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে আলোচনা করেন সেনডের লেভিন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা (জিএসপি) স্থগিত করা হয়েছে পরিস্থিতির উন্নয়নে সহযোগিতা করার জন্য, বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে নয়।
রানা প্লাজা ধসে ১১৩০ জন নিহত হওয়ার পর বাংলাদেশ সরকার পোশাক খাতের পরিস্থিতির উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নিলেও ‘আরো কাজ বাকি’ রয়েছে বলে মন্তব্য করেন এই কংগ্রেস সদস্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।