আগামী নির্বাচন সামনে রেখে চলমান রাজনৈতিক সংকটে বিরোধী দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' (এইচআরডব্লিঊ)। ওয়াশিংটনভিত্তিক এই সংস্থার এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, আরো মৃত্যু, আরো সহিংসতা বন্ধে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের জরুরিভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।
নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই দলের বিরোধকে কেন্দ্র করে সহিংসতায় এ পর্যন্ত ৪০ জনেরও বেশি লোক নিহত হওয়ার বিষয়টি তুলে ধরে এইচআরডব্লিউ বিবৃতিতে বলা হয়, বিক্ষোভের মধ্যে অধিকাংশ হতাহতের ঘটনায় আন্দোলনকারীরাই দায়ী। সংস্থাটি বলেছে, বিরোধী দলের আন্দোলন সহিংস হচ্ছে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যধিক বলপ্রয়োগ করছে। এই অবস্থায় আরো মৃত্যু, আরো সহিংসতা বন্ধে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।
ব্র্যাড অ্যাডামস বলেন, নির্বাচনকেন্দ্রিক উত্তেজনা এক বিস্ফোরণোণ্মুখ পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় বিরোধী দলের ওপর বেআইনি বলপ্রয়োগের ইতিহাস মুছে ফেলে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারি ও নির্দলীয় অবস্থান থেকে নিজেদের ভূমিকা পালন করতে হবে।
বিগত সরকারের সময়ে বিরোধী দলে থাকার দিনগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে অবিচারের শিকার হতে হয়েছিল, তা স্মরণ করিয়ে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনের মধ্যে থেকে দায়িত্ব পালনে বাধ্য করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এইচআরডব্লিউর পরিচালক।
২৮ নভেম্বর শাহবাগে চলন্ত বাসে পেট্রলবোমা হামলায় তিনজনের প্রাণহানি ও ১৫ জনের দগ্ধ হওয়া, গতকাল বুধবার গাইবান্ধায় রেললাইনে নাশকতায় ট্রেন লাইনচ্যুত হয়ে চারজনের মৃত্যু এবং ফেনীতে বিএনপির মিছিল থেকে পুলিশ ফাঁড়িতে হামলার পর সংঘর্ষে এক যুবদল নেতার নিহত হওয়ার বিষয়গুলোও এইচআরডব্লিউ তাদের বিবৃতিতে তুলে ধরেছে।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে আগ্নেয়াস্ত্র ব্যবহারে জাতিসংঘ নীতিমালা অনুসরণ করে, সে জন্য সরকারের প্রকাশ্যে আদেশ জারি করা উচিত।
এই সহিংসতায় বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে ব্র্যাড অ্যাডামস বলেন, সহিংসতাকে উসকে দেয়া বিরোধী দলের নেতাদের কোনোভাবেই উচিত নয়। বরং আন্দোলন যাতে শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করা তাদের দায়িত্ব।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।