আমাদের কথা খুঁজে নিন

   

‘মনগড়া সংশোধনীতে নির্বাচন ঠেকানো হবে’

বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, ‘‘ নির্দলীয় সরকার ব্যবস্থা তুলে দেয়ার কথা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আবার ক্ষমতায় যেতে নিজেরাই মনগড়াভাবে সংবিধান সংশোধন করেছে। ’’
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এখন ‘গণদাবিতে; পরিণত হয়েছে মন্তব্য করে মোশাররফ বলেন, “গায়ের জোরে সরকার যদি নির্বাচন করে তা সফল হতে দেয়া হবে না। প্রতিহত করা হবে। ’’
বিএনপিপন্থী সংগঠন ইয়ুথ ফোরাম জাতীয় প্রেস ক্লাবে ‘সংবিধান ও উচ্চ আদালতের দোহাই দিয়ে নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল ও বাস্তবতা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।


খন্দকার মোশাররফ বলেন, ‘‘ বর্তমান সরকারের দুঃশাসন থেকে দেশের জনগণ মুক্তি চায়। মানুষ দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যেহেতু আগামী নির্বাচন হচ্ছে সরকার পরিবর্তনের নির্বাচন, সেহেতু জনগণ মনে করে, দলীয় সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ”
সরকার সংবিধান থেকে একচুল নড়বে না- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, “আদালতের দোহাই দিয়ে আপনি সংবিধান সংশোধন করেছেন। নিজের অধীনে নির্বাচন করে ক্ষমতায় থাকার জন্য আপনি মনগড়াভাবে নিজের মতো করে সংশোধনী এনেছেন।

এই সংশোধনীতে জনগণের কোনো ম্যান্ডেট নেই। ”
১৮ দলীয় জোটকে বাইরে রেখে নির্বাচনের ‘ষড়যন্ত্র’ দেশের মানুষ মেনে নেবে না বলেও সরকারকে হুঁশিয়ার করেন খন্দকার মোশাররফ।
তিনি বলেন, “এখনো সময় আছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় আন্দোলনের মাধ্যমে জনগণ নির্দলীয় সরকারের দাবি বাস্তবায়ন করবে। ”
ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আলোচনা সভায় বক্তব্য দেন।


জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় ঐক্যের ডাক’ নামের একটি সংগঠন আয়োজিত আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও ‘একদলীয় নির্বাচনের সরকারি ষড়যন্ত্র’ প্রতিরোধ করার ঘোষণা দেন।
সংগঠনের উপদেষ্টা মো. ইসহাকের সভাপতিত্বে সাবেক সাংসদ আবদুল গফুর ভুঁইয়া, হেলেন জেরিন খান, মোতাহার হোসেন পাটোয়ারী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।