আমাদের কথা খুঁজে নিন

   

নিজের মনগড়া সঙবাদ মাত্র, উপহাস নয়।

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

; ইহাকে সত্য ভাবিয়া কেহ আত্মহত্যা করবেন না পিলিচঃ নাম না বলিবার শর্তে জনৈক সঙবাদিক জানান যে তিনি জল্লাদের কাছ থেকে গুপন খবর পেয়েছেন। তিনি বলেন মরহুম কাদেরি মোল্লা বেজায় বোকা মানুষ ছিল। তিনি তার চোখের পানি ছেড়ে দিয়ে জানান, বেচারা ভেবেছিল ফাঁসির দড়িতে ঝুলাইবার পর দম বের হইতে কিছুটা টাইম লাগব। কনডেম সেলে বসিয়া দুই হাত দিয়া নিজের গলা হালকা চাপিয়া ধরে তিনি বহুবার ইহা পরীক্ষা নিরীক্ষা করেন। মরহুম কাদেরি সাহেরবের ইচ্ছা ছিল শহীদি মৃত্যু(!) আর সেই লক্ষে তিনি ফাঁসির দড়িতে ঝুলিবার পর দম বের হওয়ার আগ মুহূর্তে 'ভি' চিনহও দেখাইতে চাইছিলেন!!! কিন্তু আফসুস অবোধ কাদেরি জানতেন না যে ফাঁসি তে লটকাইলে প্রথমেই দড়িতে টান খাইয়া ঘাড় ভাঙ্গিয়া যায়। তাই তার 'ভি' চিনহও আর দেখানো হইল না। জল্লাদের বরাত দিয়ে সঙবাদিক আরও জানান, যে এত্ত বড় জ্ঞানী লোক কত্ত কিছু জানেন অথচ 'ফাঁসিতে ঝোলার দশটি নিয়ম' বইটি উনি পড়েন নাই! ইহা জল্লাদের একটি গুপন আফসোস ছিল। ওদিকে আযমি সাহেবের কারারক্ষীর বরাত দিয়ে সঙবাদদাতা জানান, মৃত্যুদণ্ডের সংবাদ শুনে আযমি সাহেব যম দেখার মত ভয় পাইয়া শিশুসুলভ কণ্ঠে 'কাদেরি, ও বেটা কাদেরি' বলে কেঁদে ওঠেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.