আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার ইতিহাস পাঁতিহাসদের মনগড়া বিষয় নয় !



দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে এত র্তক (বির্তক নয়) বিশ্বের অন্য কোন দেশে হয়েছে বলে আমার জানা নেই । দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে এত র্তকের (!)জন্য দায়ী আমাদের নোংরা রাজনীতি (!)। মনগড়া কথা অার মতামত দিয়ে "মনের মাধুরী মিশিয়ে মোয়া বানানোর কায়দায়" ইতিহাস রচনা করা যায় না সেটা আমাদের মনে রেখে ইতিহাস িনয়ে কথা বলতে হবে। পাঁতিহাসদের ইতিহাস না লেখাই ভাল । দল-মত ও মতার্দশের বাইরে থেকে সুনির্দিষ্ঠ তথ্য-প্রমাণ দিয়ে বাংলােদশের স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলার বা লেখার আহ্বান জানাই । আসূন আজে-বাজে কথা না বলে গঠনমূলক কথা লিখে বির্তক করি । ফুটনোট: র্তকের জন্য যুকি্ত-তথ্য-প্রমাণ না হলেও চলে কিন্তু বির্তক করার জন্য তথ্য-প্রমাণ অপরিহার্য় । তেমনি, ইতিহাস রচনা করার জন্যেও। আমি মনে করি 'তর্ক করা মূর্খের কাজ, বির্তক করা বুদ্দিমানের সাজ'।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.