........
“Always make the audience suffer as much as possible.”- Alfred Hitchcock Quotes
১৯৬৬ সালে ফ্রাঙ্কোইস ট্রুফাউটের কাছে আলফ্রেড হিচকক প্র্যাকটিক্যাল জোকের প্রতি তাঁর দুর্বলতার কথা স্বীকার করেন । আলফ্রেড হিচককের এই “তামাশা”গুলো বিভিন্ন মাত্রার ছিল । এর মাঝে কিছু ছিল নিরীহ ধরণের, কিছু কিছু ছিল মনস্তাত্ত্বিক খেলা, আবার কিছু কিছু ছিল পুরোপুরি পাগলামি । হিচকক মাঝে মাঝে এলিভেটরে উচ্চস্বরে যেকোন একটি আকর্ষণীয় গল্প বলা আরম্ভ করতেন । তিনি এলিভেটরের সাথে নিখুঁত টাইমিং করে গল্পের মূল অংশ(পাঞ্চ লাইন) না বলেই এলিভেটর থেকে বেরিয়ে যেতেন ।
ফলে স্রোতারা পুরোপুরি গল্প শুনতে পারতেন না ।
হিচকক মাঝে মাঝে নিজের দেয়া ডিনার পার্টিতে আগত অতিথিদের চেয়ারে আগে থেকেই হুপি কুশন রেখে দিতেন । মাঝে মাঝে এইসব ডিনার পার্টিতে এলোমেলোভাবে খাবার পরিবেশন করা হত । ডেজার্ট সব শেষে খাওয়ার নিয়ম থাকলেও সেটা আগে দিয়ে দেয়া-এরকম আর কি । অনেক সময় অতিথি বিচিত্র রঙয়ের খাবার খেতে গিয়ে অসুবিধা বোধ করতেন ।
এই বিচিত্র রঙয়ের খাবারের মাঝে উল্লেখযোগ্য হল- নীল রঙয়ের স্যুপ, নীল রঙয়ের আইসক্রিম ইত্যাদি । হিচকক এসময় অতিথিদের মুখভঙ্গি দেখে মজা পেতেন ।
“I am a typed director. If I made cinderalla, the audience would immediately be looking for a body in the coach.”_ HItchcock
অভিনেতা-অভিনেত্রীরা ছিলেন হিচককের নিয়মিত টার্গেট । একবার একজন অভিনেতাকে ৪০০ স্মোকড হেরিং মাছ পাঠিয়ে দিয়েছিলেন । আরেকবার একজন অভিনেতার ড্রেসিংরুমে একটা ঘোড়া পাঠিয়ে দিয়েছিলেন শুধুমাত্র সেই অভিনেতার কি প্রতিক্রিয়া হয় সেটা দেখার জন্য ।
অভিনেত্রী এলসি রান্ডলফ হিচকককে বলেছিলেন যে তিনি আগুন ভয় পান, হিচকক তাকে একটা টেলিফোন বক্সে আটকে রেখে তার মাঝে স্মোক মেশিন দিয়ে ধোঁয়া ছেড়ে দেয়ার বন্দোবস্ত করেছিলেন ।
একবার আরেকজন “আলফ্রেড”(এসিস্ট্যান্ট ক্যামেরাম্যান আলফ্রেড রোমি) হিচককের তামাশার স্বীকার হন । পরবর্তীতে রোমি হিচককের গাড়ির সিটের নিচে একটা নকল স্মোক বোম রেখে হিচকককে শায়েস্তা করেন । হিচকক পরে আর সেই ক্যামেরাম্যানকে ঘাটাননি ।
“দি বার্ডস” মুভির শ্যুটীং এর সময় কিছু জায়গায় জ্যান্ত পাখি ব্যবহার করার কারণে অভিনেত্রী টিপ্পি হার্ডেনকে অনেক ভোগান্তির মাঝে পড়তে হয় ।
হিচকক হার্ডেনের মেয়ে মেলানি গ্রিফিথকে একটি ছোট আকৃতির কফিন উপহার দেন, সেখানে মেলানি দেখতে পায় “দি বার্ডস”মুভিতে হার্ডেনের কস্টিউম পড়া একটি হুবহু তার মার মত দেখতে একটি পুতুল শুয়ে রয়েছে । বলা বাহুল্য, একটা বাচ্চার জন্য এই ধাক্কাটা হজম করা সহজ ছিল না ।
কিন্তু একবার হিচকক দারুণভাবে সমালোচিত হন । তিনি একজনের সাথে এক সপ্তাহের বেতন বাজি ধরেন । বাজির শর্ত ছিল, হিচকক যার সাথে বাজি ধরেছেন তাকে এক রাত জনশূন্য স্টুডিওতে ক্যামেরার সাথে বাঁধা অবস্থায় কাটাতে হবে ।
হিচকক তার “মুরগা”কে ক্যামেরার সাথে বাঁধার আগে তাকে ব্র্যান্ডি অফার করেন এই বলে- “তাড়াতাড়ি গভীর ঘুমে তলিয়ে যেতে কাজে লাগতে পারে । ” ব্র্যান্ডি খাইয়ে হাতকড়া লাগিয়ে দিয়ে হিচকক প্রস্থান করলেন । ঘটনা হল, সেই ব্র্যান্ডিতে হিচকক সেই সময়ের সবচাইতে শক্তিশালী লাক্সাটিভ(the drugs which effect on moving the bowels, thereby promote DEFEACATION) ড্রাগ মিশিয়ে দিয়েছিলেন । পরের দিন সকালবেলা এসে তারা কি দেখতে পেলেন সেটা তো নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন ।
“Disney has the best casting. If he doesn’t like an actor he just tears him up.”- Hitchcock
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।