আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়কের দাবি খামোখা

‘রাজনৈতিক অস্থিরতা ও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সমাধান অচিরেই। সুতরাং বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি খামোখা।' বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
আজ বিকেলে সিলেট নগরীর খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী মন্তব্য করেন।
 
অর্থমন্ত্রী বলেন, ‘দেশে এখন নতুন সন্ত্রাস শুরু হয়েছে। এর নাম শিবির সন্ত্রাস। জনগণকে সঙ্গে নিয়ে এই সন্ত্রাসেরও অবসান ঘটাবে এ সরকার।'
 
বর্তমান সরকারকে গরীবের সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার গ্রামাঞ্চলে ব্যাপক উন্নয়ন করছে।'
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ শাহজাহান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.