আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়কের দাবিতে লন্ডনে হাইকমিশনের সামনে বিক্ষোভ

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সামনে মুখে কালো কাপড় বেধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপির যুক্তরাজ্য শাখা।

বিক্ষোভ কর্মসূচি শেষে হাইকমিশনের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা করতে রাষ্ট্রপতির উদ্যোগ কামনা করা হয়।

স্মারকলিপি দেওয়ার আগে বেলা দুইটায় হাইকমিশনের সামনে যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.