জামায়াতের ঢাকা মহানগর আমির
রফিকুল গ্রেপ্তার
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানকে ২৫ আগস্ট বুধবার দুপুরে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুর দেড়টার দিকে তাকে মিরপুর ১০ নম্বরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী
বলেন, “ঢাকা মহানগরের গোয়েন্দা সং¯’ার কাছে তদন্তাধীন একটি মামলা রফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়েছে। ”
আইভির মৃত্যুবার্ষিকীতে
বঙ্গভবনে মিলাদ মাহফিল
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং উ”চপদ¯’ সামরিক-বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।
পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিত সবাই একসঙ্গে ইফতার করেন।
এর আগে সকালে রাষ্ট্রপতি বনানী কবর¯’ানে আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করেন।
এ সময় তিনি সেখানে বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং চার নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।
তার সঙ্গে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা ছিলেন।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান গুর“তর আহত হন।
তিনদিন পর ২৪ অগাস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। ওই হামলায় আরো ২৩ জন নিহত এবং কয়েকশ’ আহত হন।
২১ অগাস্ট মামলায় ডিউককে
জিজ্ঞাসাবাদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বোনের ছেলে সাইফুল ইসলাম ডিউককে ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় মঙ্গলবার সিআইডি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ডিউক তার একান্ত সচিব-২ ছিলেন।
২১ অগাস্ট গ্রেনেড হামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপারিনটেনডেন্ট আবদুল কাহহার আকন্দ বলেন, সকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তবে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।
সিআইডি’র একটি সূত্র জানায়, চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে ডিউককের ভায়রা সাইফুল ইসলাম জোয়ার্দার একটি গোয়েন্দা সং¯’ার শীর্ষপদে ছিলেন। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন।
জোয়ার্দার গ্রেনেড হামলায় সন্দেহভাজন পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন আহমেদকে দেশের বাইরে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
জোয়ার্দারের অব¯’ান জানার জন্য ডিউককে চিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্র জানায়।
তাজউদ্দিন বিএনপি নেতা এবং একই মামলায় গ্রেপ্তার আসামি সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই।
চট্টগ্রামে ‘গণপিটুনিতে’
আরেক নারীর মৃত্যু
চট্টগ্রামের বাকলিয়ায় মঙ্গলবার রাতে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।
রাত সাড়ে ১০ টায় বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) শাহনেওয়াজ খালেদ জানান, মাস্টারপুলের পাশে বাদামতলী এলাকায় একটি শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগ এনে ওই নারীকে এলাকাবাসী পিটুনি দেয়।
এতে ঘটনা¯’লেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আইনগত ব্যব¯’া নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ।
গত এক সপ্তাহে চট্টগ্রামে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো বেশ কিছু গণপিটুনির ঘটনায় কয়েকজন আহত হন। এসব ঘটনার পর পুলিশের তদন্তে দেখা গেছে, পিটুনির শিকার হতাহতদের সবাই নিরীহ মানুষ।
উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দাবি, কোনো একটি মহল ছেলেধরা আতংক ছড়িয়ে গণপিটুনির ঘটনার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরি¯ি’তি অবনতির অপচেষ্টা চালা”েছ।
ছেলেধরার গুজব থেকে গণপিটুনির মতো ঘটনা যাতে না ঘটে সেজন্য নগরীর ১২ টি থানায় এবং জেলার ১৪ উপজেলায় প্রশাসন গত সোমবার থেকে মাইকে প্রচারণা শুর“ করেছে। এছাড়া গুর“ত্বপূর্ণ ছয়টি থানা এলাকায় এজন্য অতিরিক্ত ৮০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে আবারো একই ঘটনা ঘটলো।
নড়াইলে সাংবাদিককে
কুপিয়ে জখম
নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক ফিনানসিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি গোবিন্দ কুণ্ডুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোবিন্দ কুণ্ডুর বরাত দিয়ে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবীর টুকু বলেন, রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দ কুণ্ডু রতডাঙ্গা বাজার থেকে নিজ বাড়ি কমলাপুরে যা”িছলেন। রতডাঙ্গা শ্মশানের কাছে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান বাবু জানান, তার চারটি আঙ্গুল মারাতœকভাবে কেটে হয়েছে।
এ ছাড়া পিঠেও ধারালে অস্ত্রের আঘাত রয়েছে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক রকিব উদ্দিন জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’
চরমপš’ী নিহত
ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলায় মঙ্গলবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত এক চরমপš’ী নিহত হয়েছে।
র্যাব জানায়, তার নাম এলাহী বখশ ওরফে মিঠু (৩৫)। সে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (এমএল লাল পতাকা) সক্রিয় সদস্য।
দীর্ঘদিন ধরে সে পলাতক ছিলো।
মিঠু বাগমারা উপজেলার বাজে গোয়ালকান্দি গ্রামের আনিছার রহমানের ছেলে।
র্যাব-৫ রাজশাহীর বাগমারা ক্যাম্পের ইনচার্জ এএসপি শাহজাহান জানান, চরমপš’ীরা গোয়ালকান্দি বাজারের পশ্চিম পাশে বাগিচাপাড়া এলাকায় একটি আমবাগানে গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে রাতে পৌণে তিনটার দিকে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।
র্যাবের উপ¯ি’তি বুঝতে পেরে চরমপš’ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়।
প্রায় ১০ মিনিট গোলাগুলির এক পর্যায়ে চরমপš’ীরা পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ঘটনা¯’লে মিঠুর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে।
র্যাব কর্মকর্তা জানান, ঘটনা¯’ল থেকে একটি বিদেশী পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগজিন, গুলির খোসা, একটি রামদা, দুটি ধারালো ছুরি, একটি টর্চ লাইট, চাকু এবং চরমপš’ীদের লিফলেট উদ্ধার করা হয়েছে।
মিঠুর বির“দ্ধে বাগমারা ও আত্রাই থানায় ৩ টি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগের ৬/৭টি মামলা রয়েছে।
এ ব্যাপারে বুধবার বাগমারা থানায় একটি মামলা হয়েছে।
পঞ্চগড় শিশু পরিবারে আরো
৮ সদস্য বহিষ্কার
পঞ্চগড় সরকারি শিশু পরিবারের আরো ৮ সদস্যকে (নিবাসী) শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত সদস্যরা বুধবার পরিবার ছেড়ে চলে গেছে। মঙ্গলবার চিঠি দিয়ে তাদেরকে বহিষ্কারের কথা জানানো হয়।
এ ঘটনায় নিবাসীদের মধ্যে বহিষ্কার আতঙ্ক বিরাজ করছে।
বহিষ্কৃতরা হলো-৯ম শ্রেণীর কাউসার আলী, ৮ম শ্রেণীর কামির“ল ইসলাম ও জাহাঙ্গীর আলম, ৬ষ্ঠ শ্রেণীর আলমগীর, ৫ম শ্রেণীর বেলাল হোসেন, শাহাজিদ হোসেন ও এমরান এবং ৪র্থ শ্রেণীর তাজুল ইসলাম।
এ নিয়ে গত একমাসে পরিবারের ১৪ জনকে বহিষ্কার করা হলো।
প্রতিষ্ঠানের শৃঙ্খলাভঙ্গ, সরকারি সম্পত্তি ভাংচুর ও নথিপত্রে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তিমূলক ব্যব¯’া নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বহিষ্কৃত কাউসার আলী ও আলমগীরের দাবি, তাদেরকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। তারা কোনো উ”ছৃঙ্খল কর্মকাণ্ড বা ভাংচুরে জড়িত নয়।
শিশু পরিবারের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আটোয়ারি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহিষ্কৃতরা পরিবার ছেড়ে চলে গেছে।
প্রাত্যহিক কর্মকাণ্ড স্বাভাবিক নিয়মে চলছে। ”
শিশু পরিবার সূত্র জানায়, মানসিক ও শারিরীক নির্যাতন এবং বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শিশু পরিবারের সদস্যরা গত ২১ এপ্রিল উপ-তত্ত্বাবধায়কের কক্ষসহ বিভিন্ন কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এতে জড়িত অভিযোগে ১৮ জুলাই প্রথম দফায় ছয় সদস্যকে বহিষ্কার করা হয়।
সেদিন বহিষ্কারের প্রতিবাদে পরিবারের অন্য সব সদস্য ব্যাগ-পোটলা নিয়ে পার্শ্ববর্তী পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়।
সেদিন তারা ৬ সদস্যের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিকার না পেলে একযোগে পরিবার ত্যাগের হুমকি দেয়। প্রশাসনের কঠোর হস্তক্ষেপে সে সময় পরি¯ি’তি স্বাভাবিক হয়।
মশার কয়েল
কারখানায় আগুন
রাজধানীর কদমতলী সাদ্দাম মার্কেটের কাছে মশার কয়েল তৈরির ছোট একটি কারখানায় আগুন লেগে পুড়ে গেছে।
এতে কেউ হতাহত হয়নি।
দমকল বাহিনী সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগে এবং প্রায় এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে।
প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হ”েছ।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলে সূত্র জানায়।
পাবনায় আরো ১৩
অ্যানথ্রাক্স রোগী
পাবনার ফরিদপুর উপজেলার বিলচান্দক গ্রামে বুধবার আরো ১৩ জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ ধরা পড়েছে।
এ নিয়ে জেলায় মোট ৪০ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেলো বলে জানিয়েছেন ফরিদপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা দিরাজুল ইসলাম।
তবে পাবনার সিভিল সার্জন কে এম আশরাফুজ্জামান জানিয়েছেন, নতুন আক্রান্তদের ব্যাপারে তার কাছে কোনো তথ্য আসেনি।
প্রাণিসম্পদ কর্মকর্তা দিরাজুল ইসলাম জানান, বিলচান্দক গ্রামের রহমত আলী (৪৫), শাহ আলম (৩৮), দুখু মিয়া (৩৬), নাছিমা খাতুন (৩০), মোহাম্মদ আলী (৪২), রিপন সরকার (৩০), রবিউল ইসলাম (৪৩), ছোহরাব প্রামাণিক (২৫), আতোয়ার সরকার (৩৩), শিউলি খাতুন (৩৫), শাহেরা খাতুন (৩০), আহাদ মোল্লা (৫৫) ও মোক্তার মোল্লার (৫০) শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ ধরা পড়েছে।
আক্রান্তদের দেখতে বাংলাদেশ রোগতত্ত্ব ও রোগ-নিয়ন্ত্রণ ইনস্টিটিউট (আইইডিসিআর) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের বিষেশজ্ঞদের নিয়ে বিকালে ঘটনা¯’লে যাওয়া হবে বলেও তিনি জানান।
অ্যানাথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা না থাকায় ভীত না হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আশরাফুজ্জামান।
কদমতলীতে স্টিল মিলে
বিষ্ফোরণ, অগ্নিদগ্ধ ৮
রাজধানীর কদমতলী এলাকায় একটি স্টিল মিলে দুর্ঘটনায় ৮ জন অগ্নিদগ্ধ হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসান স্টিল মিলে লোহা গলানোর চুল্লীতে হঠাৎ বিম্ফোরণে আগুন ধরে গেলে তারা দগ্ধ হয়।
অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অব¯’া গুর“তর।
অগ্নিদগ্ধ শ্রমিক ফরহাদ হোসেন জানান, সকালে বিদ্যুতের মিটার দেখার জন্য বিদ্যুৎ অফিস থেকে লোকজন আসেন। এ সময় লোহা গলানোর চুল্লীতে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনে ¯’ানীয় বিদ্যুত অফিসের সহকারী ব্যব¯’াপক আতাউর রহমান (৪০), ভারতীয় প্রকৌশলী মদন বাবু (৪৫), শ্রমিক অহিদুল ইসলাম (২৪), ফরহাদ (৩০), মো. ফরহাদ (২৮), মো. রিপন (৩৫), মো. আব্দুল রব (৩০), রাজু (২৭) অগ্নিদগ্ধ হন।
তাদের মধ্যে আতাউর রহমান, মদন বাবু ও অহিদুল ইসলামের অব¯’া গুর“তর।
অগ্নিদগ্ধ শ্রমিক রাজু জানান, চুল্লীতে প্রায়ই এ ধরনের বিষ্ফোরণ ঘটে। এটি একটি স্বাভাবিক ব্যাপার। তবে সকালের বিস্ফোরণ বড় ধরনের হওয়ায় এ ক্ষতি হয়।
এ ব্যাপারে হাসান স্টিল মিলের মালিক হাজী মইনুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কদমতলী থানার উপ-সহকারী পরিদর্শক মাসুদ খলিফা জানান, হাসান স্টিল মিলে একটি দুর্ঘটনার খবর পাওয়ার পর খোঁজ নেয়ার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।
শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক বাধ্য
করা যাবে না
শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা এবং ধর্মীয় পোশাক পরতে বাধ্য না করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার একটি পরিপত্র জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তর, অধিদপ্তর ও শিক্ষা বোর্ড থেকে তদন্তে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যব¯’া নেওয়া হবে।
সংবিধানের ২৮ অনু”েছদে বর্ণিত মানবাধিকার সংরক্ষণের কথা উল্লেখ করে পরিপত্রে চার দফা নির্দেশনার কথা বলা হয়েছে।
এগুলো হ”েছ- শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্রীকে বোরকা অথবা ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। ছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে বাধা দেওয়া যাবে না। বোরকা না পরলে কোনো ছাত্রীর বির“দ্ধে শাস্তিমূলক ব্যব¯’া নেওয়া যাবে না এবং বোরকা ও ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা হলে তা অসদাচরণ বলে গণ্য হবে।
এর আগে গত ২২ অগাস্ট হাইকোর্ট সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে বোরকা পরতে বাধ্য না করার এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে মেয়েদেরকে বাদ না রাখার নির্দেশ দেয়।
শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান স্বাক্ষরিত পরিপত্রে আরো বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা পরা নিয়ে স¤প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সরকারের নজরে এসেছে।
১৮ বিলিয়ন ডলারের রপ্তানি
লক্ষ্যমাত্রা নির্ধারণ
চলতি অর্থবছরের জন্য সাড়ে ১৮ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
১৪ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি ধরে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রী ফার“ক খান সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “চলতি অর্থবছরে বাংলাদেশ থেকে ১৮ বিলিয়ন ৫০০ মিলিয়ন ডলারের বিভিন্ন পণ্য রপ্তানি হবে বলে আমরা আশা করছি।
যা আগের বছরের রপ্তানি আয়ের থেকে ১৪ দশমিক ২০ শতাংশ বেশি।
“২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ১৬ বিলিয়ন ২০৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। ২০০৮-০৯ অর্থবছরের চেয়ে রপ্তানি প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ১১ শতাংশ। ”
১৪ শতাংশের বেশি রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে ফার“ক খান বলেন, “বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব কেটে যাওয়ায় উন্নত দেশগুলোতে আমাদের রপ্তানি বাড়বে। গত অর্থবছরের শেষ চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ভালো হয়েছে।
আমরা আশা করছি এ ধারা অব্যাহত থাকবে। ”
বিদ্যুৎ ও গ্যাস সংকট কমায় উৎপাদন বাড়বে-এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, “চলতি অর্থবছরে বিদ্যুৎ সমস্যার অনেকটা এবং গ্যাস সংকটের কিছুটা সমাধান হওয়ায় উৎপাদন বাড়বে। এছাড়া শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ায় পোশাক শিল্পে অ¯ি’রতা কমবে এবং এর ফলে রপ্তানি বাড়বে। ”
গত অর্থবছরে প্রতিবেশি দেশগুলোর চেয়ে বাংলাদেশ পণ্য রপ্তানিতে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বলেও জানান মন্ত্রী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।