আমাদের কথা খুঁজে নিন

   

এ্যাকশন মুভি বিষয়:সেরা দশ(মিডিয়াফায়ার লিংকসহ)। এগুলি না দেখলেন তো আর কি দেখলেন

ক্লান্তি আমায় ক্ষমা করো ! ইন্সমনিয়া আমায় দয়া করো।

হেলিকপ্টারটি ঘুরতে ঘুরতে বিল্ডিঙের উপর এসে পড়ল তারপরই বুমমম । এই হচ্ছে এ্যাকশন ছবি । ছেলে-মেয়ে,বুড়ো-বুড়ি সবার বুকে যা কাঁপন ধরিয়ে দেয়। আমাদের সবার মাঝেই আসলে এরকম চিন্তা থাকে ছবি দেখবার সময় যে ভিলেনটাকে পাইলে হাতের সুখ মিটিয়ে নিতাম।

কিন্তু বাস্তবে কি করি । বাসার কাজের ছেলে কিংবা মেয়েটার ওপর কথায় কথায় গায়ে হাত তুলি। অনেকে নিজের স্ত্রীর ওপরও.....। ২-৩ দিন না খেয়ে থেকে বাধ্য হয়ে বিপথে যেতে চাওয়া মানুষটিকে ৫০-৬০ জন মিলে খুন করি। পরেরদিন কাগজে খবর আসে-''ছিনতাইকারী সন্দেহে ব্যক্তি খুন!'' আমাদের কাছে এটাই এ্যাকশন ।

ছবিগুলি অনেকেই দেখে থাকবেন। ডাউনলোড লিংক প্রায় সবই মিডিয়াফায়ারের ব্লুরে রিপ লিংক। ইনজয়। The Bourne Trilogy: এ্যাকশন মুভির মা-বাপ। খুব কম অভিনেতাই পারেন একটি চরিত্রকে নিজের করে নিতে।

রবার্ট ডি নিরো,আল পাচিনো,মোশশাররফ করিমের মাঝে এই ক্ষমতাটা দেখেছি। কিন্তু ম্যাট ডেমন সবার উর্ধ্বে। মরক্কান এজেন্টের থেকে নিকিকে বাঁচাবার জন্য ম্যাটের মরক্কোর ছাদে ছাদে দৌড়ানো আর তারপর এজেন্টের সঙ্গে সংঘর্ষ আমার জীবনে দেখা সেরা এ্যাকশন দৃশ্য। Bourne identity-তে আবার আমার আরেক প্রিয় এ্যাকশন হিরো ক্লিভ ওয়েনও আছে। Download: ►The Bourne Identity: Link-1 http://www.mediafire.com/?minan3pzosp Link-3 Link-4 Link-5 ►The Bourne Supremacy(400 MB): Link-1 Link-2 Link-3 Link-4 Link-5 ►The Bourne Ultimatum(Mediafire 400 MB): Link-1 Link-2 Link-3 Link-4 Link-5 Die Hard quadrology: জন ম্যাকেইন রূপী ব্রুস উইলিস ।

যার উপর উদ্ভট সব বিপদ এসে ঘাড়ে চাপে। এ্যাকশন দৃশ্যগুলো সে সময়কার তুলনায় অবিশ্বাস্য। বিশেষ করে Die Hard 4-এ ফাইটার প্লেনের সাথে তার যুদ্ধ। অবিশ্বাস্য লাগলেও অসম্ভব লাগে না। Download: ►Die Hard-1(Mediafire 400 MB) ►Die Hard-2(Mediafire 400 MB) ►Die Hard-3(Mediafire 400 MB): ►Die Hard-4(Mediafire 400 MB) Lehal Weapon: শ্বাসরুদ্ধকর এ্যাকশন আর দম ফাটানো হাসি।

এই হচ্ছে লেথাল উইপন। মেল গিবসন সম্ভবত তার জীবনের সেরাটা দিয়েছেন। দুই পুলিস অফিসারের কাহিনী। একজন স্বেচ্ছায় বিপদে পড়তে চায় আরেকজন যথাসম্ভব বিপদ এড়িয়ে চলতে চায়। Lethal weapon-4 এ বাড়তি হিসেবে আছে জেট লির শীতল অভিনয়।

Download(mediafire 500 MB): Link-1 Link-2 Link-3 SAVING PRIVATE RYAN: এইখানেও ম্যাট ডেমন! আরো আছেন টম হ্যাঙ্কস আর ভিন ডিজেল। স্পিলবার্গের আরেক অসাধারণ সৃষ্টি। click me to download The Dark Knight: শ্বাসরুদ্ধকর মুভি বুঝি একেই বলে। ক্রিশ্চিয়ান বেল আর নোলান এক হলে এমনই হয়?প্রয়াত হিথ লেজারের জোকার চরিত্রে অভিনয় এক কথায় ভয়ংকর। ব্যাটম্যানকে এখন মুখোমুখি হতে হবে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেন্জের।

এক সাইকোপ্যাথ যে শুধুই ধ্বংস করতে চায়। Download(mediafire 600 MB): Link-1 Link-2 Link-3 Link-4 Live and Let Die: আমার দেখা সেরা জেমস বন্ড মুভি বললেও ভুল বলা হবে না। আমার কাছে রজার মুর আর ড্যানিয়েল ক্রেগই পারফেক্ট বন্ড। এবার বন্ড জড়িয়ে পড়ে এক মাফিয়া ডনের সাথে। যে জ্যোতিষ শাস্ত্রে গভীরভাবে বিশ্বাসী।

Downlaod(mediafire 500 MB): Link-1 Link-2 Link-3 Link-4 Link-5 পাসওয়ার্ড:flickjunction Memento: সেই ছবি যাকে নকল করে তৈরি করা হয়েছে ‘’গজনী’’। আমির খান অবশ্য সবসময় এটাই বলেছে যে ছবিটা আসলে তামিল ছবি ‘’গজগামিনী’’এর রিমেক। গজনী দেখে থাকলেও এই ছবিটি মিস করা উচিত না। অবশ্য বুঝবার জন্যই ছবিটা ২-৩ বার দেখা লাগতে পারে । Download(mediafire 500 MB): Link-1 Link-2 Link-3 পাসওয়ার্ড:mediafire4u.com Face/off নিকোলাস কেজ এবং জন ট্রাভোল্টার ক্লাসিক।

এখানে দুইজনই ভিলেন দুইজনই হিরো। ছবিটা দেখলে বুঝবেন এই কথার মানে। Download(mediafire 500 MB): Link-1 Link-2 Link-3 পাসওয়ার্ড:mediafire4u.com The Transporter Trilogy: এ্যাকশনকে কমেডি হিসেবে দেখতে চান? দেখুন Transporter। জেসন স্ট্যাটহ্যামের সেরা। টাক্কু মামা অভিনয় ভালই জানে Download: ►The Transporter(400 MB): Link-1 Link-2 Link-3 ►Transporter 2(400 MB): Link-1 Link-2 Link-3 ►Transporter 3(400MB): Link-1 Link-2 Link-3 Link-4 Speed: বাস থামানো নিয়ে হলিউডিরা ছবি বানিয়ে ফেলে।

পারলে বাংলাদেশী অটোরিক্সা থামানো নিয়ে ছবি বানিয়ে দেখাক। আপনাদের কি মনে হয় পারবে? click me to download(megaupload 550 MB) আপনারাও আপনাদের দেখা সেরা এ্যাকশন মুভিসমূহের নাম দিতে পারেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.