আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপা লিগে চেলসি চ্যাম্পিয়ন

বুধবার আমস্টার্ডাম অ্যারেনায় গোলশূন্য প্রথমার্ধের পর ৬০ মিনিটে ফার্নান্দো তরেসের গোলে এগিয়ে যায় চেলসি। ৮ মিনিট পর পেনাল্টি থেকে সমতা নিয়ে আসেন অস্কার কার্দোজো। এরপর দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও কেউই গোলের দেখা পাচ্ছিল না। একবার তো চেলসির অধিনায়ক ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জোরালো শট ফিরে আসে ক্রস বারে লেগে। সবাই যখন অতিরিক্ত সময়ের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই গোল! ইনজুরি সময়ে কর্নার থেকে ব্রানিস্লাভ ইভানোভিচের হেড বেনফিকার জাল খুঁজে পেতেই উল্লাসে ফেটে পড়ে চেলসির খেলোয়াড়-সমর্থকরা। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলেও এবার ইউরোপের এই সেরা ক্লাব টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ইউরোপা লিগে খেলতে বাধ্য হয়েছে চেলসি। সেই ইউরোপা লিগের শিরোপা জিতেই চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার যন্ত্রণা ভুলতে পারলো লন্ডনের ক্লাবটি। সেই সঙ্গে অনন্য কীর্তিও গড়লো। পর-পর দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ের কৃতিত্ব চেলসি ছাড়া আর কোনো দলের নেই।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।