আমাদের কথা খুঁজে নিন

   

কার্লোস সানতানার ‘ইউরোপা’

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
কার্লোস সানতানা। লাতিন-ব্লুজ মিউজিকের ইতিহাসে একটি অনন্য নাম, অসাধারণ একজন মিউজিশিয়ান । সানতানা মূলত গায়ক হলেও তাঁর গিটারের টোন ও বাজানোর স্টাইলই তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে।

তাঁর কম্পোজিশনের ধরন রক-সালসা ও জ্যাজ ফিউশন ধাঁচের। লাতিন বিটের ওপর ব্লুজ স্কেল-এ তাঁর লিড গিটার বাজানোর ষ্টাইলই তাঁকে বিশ্বজুড়ে অসামান্য জনপ্রিয়তা এনে দিয়েছে। সানতানা ইনসট্রুমেন্টাল মিউজিকও করেন। যেমন: ‘ইউরোপা। ’ কার্লোস সানতানার পুরো নাম কার্লোস আগাস্টো আলভেস সানতানা।

জন্ম মেক্সিকোয় ১৯৪৭ সালের ২০ জুলাই । মেক্সিকোয় জন্ম হলেও তাঁর সংগীতজীবন কেটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সানতানার উত্থান মূলত ষাটের দশকের শেষে ও সত্তরের গোড়ায় । আশির দশকে তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়লেও ৯০ এর দশকে এসে সানতানা আবার পপুলার হয়ে ওঠেন। যাই হোক।

১৯৭৫ সালে সানতানা ‘মুনফ্লাওয়ার’ নামে একটি অ্যালবাম বার করেছিলেন । ঐ অ্যালবামেই অন্যতম কম্পোজিশন ছিল ‘ইউরোপা’। কম্পোজিশনটি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয় হয়েছিল । ইউরোপার পুরো নাম: ইউরোপা: পৃথিবীর কান্না-স্বর্গের হাসি। ড্রাগস আসক্ত হতাশাগ্রস্থ একটি মেয়েকে নিয়ে কম্পোজিশনটি করেছিলেন সানতানা।

ছোট্ট একটি মেয়ের বাজানো সানতানা: লাইভ আরও অনেকেই বাজায় (এর নাম হেনড্রি মিরানডা)
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.